Ajinkya Rahane and Venkatesh Iyer in IPL 2025

রাহানের উল্টো সুর বেঙ্কটেশের, মতের মিল কি হচ্ছে না কলকাতার অধিনায়ক ও সহ-অধিনায়কের?

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে কি মতের মিল হচ্ছে না? নইলে কেন অজিঙ্ক রাহানের উল্টো সুর শোনা গেল বেঙ্কটেশ আয়ারের গলায়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২০:৫১
Share:

কেকেআরের সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ার (বাঁ দিকে) ও অধিনায়ক অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।

ঘরের পরিবেশ, বিশেষ করে পিচ নিয়ে ইতিমধ্যেই নিজের ক্ষোভের কথা জানিয়েছেন অজিঙ্ক রাহানে। মঙ্গলবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পর কেকেআর অধিনায়ক জানিয়েছিলেন, আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে অভিযোগ জানাবেন তিনি। অথচ দু’দিন পরেই অন্য সুর শোনা গেল দলের সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারের গলায়। জানালেন, চ্যাম্পিয়ন হতে গেলে সব পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে কি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে কি মতের মিল হচ্ছে না? নইলে কেন দু’রকম কথা বলছেন তাঁরা?

Advertisement

শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে খেলতে নামবে কলকাতা। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে লড়তে হবে তাদের। সেই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে পরিবেশ নিয়ে প্রশ্ন করা হয় বেঙ্কটেশকে। কেকেআরের প্রধান শক্তি স্পিন বোলিং। চেন্নাইয়ের মাঠে স্পিন ভাল হয়। বরুণ চক্রবর্তী নিজের ঘরের মাঠে খেলবেন। তা হলে কি বাড়তি সুবিধা পাবে কেকেআর? জবাবে বেঙ্কটেশ বলেন, “আমরা কখনও পরিবেশ দেখি না। আমরা নিজেদের প্রস্তুতির দিকে নজর দিই। সব পরিবেশে যাতে ভাল খেলতে পারি সেই চেষ্টা করি। পেশাদার ক্রিকেটার হিসাবে আমাদের সব সময় তৈরি থাকা উচিত।”

বেঙ্কটেশের মতে, আইপিএলের মতো লম্বা প্রতিযোগিতা জিততে হলে শুধু ঘরের মাঠে ভাল খেললে হবে না। বাইরেও ভাল খেলতে হবে। অর্থাৎ, সব রকম পরিবেশেই জিততে হবে। তিনি বলেন, “কোনও দলকে চ্যাম্পিয়ন হতে গেলে সব রকম পরিবেশে ভাল খেলতে হবে। সব রকম পরিবেশের জন্য সেরা একাদশ থাকতে হবে। নইলে হবে না।”

Advertisement

আগের ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে জেতার পরিস্থিতি থেকে হেরেছে কেকেআর। বেঙ্কটেশ ভাল শুরু করেও ম্যাচ শেষ করতে পারেননি। উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। তিনি কত রান করছেন সে দিকে তাঁর নজর থাকে না বলে জানিয়েছেন বেঙ্কটেশ। তিনি শুধু সঠিক মানসিকতা নিয়ে ব্যাট করতে চান। কেকেআরের সহ-অধিনায়ক বলেন, “আমি কত রান করছি সেটা বড় কথা নয়। আমি কোন মানসিকতা নিয়ে খেলছি সেটা বড় কথা। আমার মাথায় দলের জয় ছাড়া কিছু থাকে না। আগের ম্যাচে আমরা মাত্র চার রানে হেরেছি। তার মানে আমরাও লড়াই করেছি। লড়াইটাই আসল। খেলায় হার-জিত আছেই। কিন্তু আগের ম্যাচে দলের পারফরম্যান্সে আমি খুশি।”

এ বারের নিলামে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্কটেশকে কিনেছে কেকেআর। দেখে মনে হচ্ছিল, তাঁকেই অধিনায়ক করা হবে। বেঙ্কটেশ নিজেও বার বার জানিয়েছিলেন, তিনি অধিনায়ক হতে রাজি। যদিও শেষ মুহূর্তে দেড় কোটি টাকায় কেনা রাহানেকে অধিনায়ক করে কলকাতাকে। বেঙ্কটেশকে সহ-অধিনায়ক করা হয়। সেই সিদ্ধান্ত কি মানতে পারেননি বেঙ্কটেশ? অধিনায়কের সঙ্গে কিন্তু সুর মিলছে না তাঁর। অশান্তির আঁচ পাওয়া যাচ্ছে নাইট শিবিরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement