কে এল রাহুল।
টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি এখন ভারতীয় দলে সুযোগ পান না। কিন্তু এক দিনের ক্রিকেটে ভারতের ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন কে এল রাহুল। ২০২৩ সাল থেকে পাঁচনম্বরে ব্যাট করতে নেমে রাহুলই হলেন বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যাঁর গড় ষাটের উপরে।
এক দিনের ক্রিকেটে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলেও টেস্টে তিনি এখনও সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি। মাথায় কি কখনও অবসর নেওয়ার ভাবনা আসে? ইউটিউবে কেভিন পিটারসেনের প্রশ্নেরাহুলের জবাব, ‘‘অবসর নেওয়াটা আমার কাছে খুব কঠিন সিদ্ধান্ত হবে না। নিজের প্রতি সৎ থাকলে ঠিক বোঝা যায়, কখন সরে দাঁড়ানোর সময় এসেছে।’’ এর পরেই রাহুল বলেছেন, ‘‘তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা এখনও দেরি আছে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে