সাংবাদিক বৈঠকে লোকেশ রাহুল। ছবি: পিটিআই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে কেএল রাহুলের মাথায় টেস্ট সিরিজ়ের বিপর্যয়। স্বীকার করে নিয়েছেন, স্পিন বোলিং খেলতে পারছেন না ভারতীয় ব্যাটারেরা। আর এই সমস্যা সমাধানের জন্য তিনি এমন এক জনের কাছে যেতে চান, যিনি প্রায় রোজ তুলোধনা করছেন ভারতীয় ব্যাটারদের।
সমস্যা মেটাতে প্রাক্তনদের পরামর্শ চাইছেন রাহুল। তিনি বলেন, “সুনীল গাওস্কর স্যরের সঙ্গে আমরা কথা বলতে পারি। কেন এই সমস্যা হচ্ছে, কী ভাবে তার সমাধান সম্ভব সেই পরামর্শ নিতে পারি। আমরা চেষ্টা করছি। কিন্তু রাতারাতি তো সমস্যা মিটবে না।”
ঘটনা হল, ইডেন টেস্ট এবং গুয়াহাটি টেস্টের পর গাওস্কর বার বার বলেছেন, ভারতের ভরাডুবির জন্য দায়ী ব্যাটারেরা। তিনি রাহুলদের মানসিকতা, টেকনিক নিয়ে একাধিক বার প্রশ্ন তুলেছেন। ইডেনের পিচ নিয়ে সমালোচনা হয়েছিল। কেউ কেউ বলেছিলেন, কোচ গৌতম গম্ভীর এমন ঘূর্ণি পিচ চেয়েছেন, যেখানে ডুবতে হল ভারতকেই। কিন্তু গাওস্কর পিচ বা গম্ভীরকে এতটুকু দায়ী না করে বলেছিলেন, দোষ ব্যাটারদেরই। সেই গাওস্করের কাছেই এখন যেতে চান রাহুল।
টেস্ট সিরিজ়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার একাই ১৭ উইকেট নিয়েছেন। কেন স্পিন খেলতে পারছে না ভারত? সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন করা হয়েছিল রাহুলকে। জবাবে তিনি বলেন, “সত্যি বলতে, আমিও জানি না কেন এটা হচ্ছে। দেশের মাটিতে গত দু’-তিনটে সিরিজ়ে আমরা সত্যিই স্পিন খেলতে পারিনি। আমাদের এর কারণ খুঁজতে হবে।”
দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ়ে চুনকাম হয়ে এক দিনের সিরিজ় খেলতে নামছে ভারত। রবিবার প্রথম এক দিনের ম্যাচ। শুভমন গিল না থাকায় এই সিরিজ়ে অধিনায়কত্ব করছেন রাহুল। তিনি নিজে হারমারের বলে বার বার আউট হয়েছেন। তিনি জানিয়েছেন, স্পিনের বিরুদ্ধে কী ভাবে ভাল খেলতে হবে, তার উপায় তাঁরা খুঁজছেন। আপাতত ছ’মাস টেস্ট নেই। কিন্তু তার পর আবার সিরিজ় রয়েছে। এই সময়ের মধ্যে সমাধান খুঁজছেন তিনি। রাহুল বলেন, “ছ’মাস পর শ্রীলঙ্কার মাঠে খেলা। তার পর অস্ট্রেলিয়া খেলতে আসবে। তার আগে স্পিনের বিরুদ্ধে সমস্যা দূর করতে হবে। আমরা প্রাক্তনদের সঙ্গে কথা বলতে তৈরি। ওঁদের কাছ থেকে শিখতে তৈরি।”
রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম এক দিনের ম্যাচ হবে রাঁচীতে। মহেন্দ্র সিংহ ধোনির শহরে নিজেদের তৈরি করছে ভারতীয় দল। টেস্ট সিরিজ়ের ব্যর্থতা যেন সাদা বলের সিরিজ়ে না হয়, সেই লক্ষ্যেই নামবেন রাহুলেরা।