Arjun Tendulkar in IPL

শুধু বোলার নন, গোয়েন্‌কার লখনউয়ে আরও এক ভূমিকায় দেখা যেতে পারে সচিন-পুত্র অর্জুনকে

আইপিএলে পাঁচ বছর মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন অর্জুন তেন্ডুলকর। কিন্তু প্রথম একাদশে সুযোগ পেয়েছেন হাতেগোনা কয়েকটি ম্যাচে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৪:৪৮
Share:

অর্জুন তেন্ডুলকর। —ফাইল চিত্র।

দল বদলেছেন অর্জুন তেন্ডুলকর। আইপিএলের ছোট নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স থেকে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন সচিন তেন্ডুলকরের পুত্র। আইপিএলে পাঁচ বছর মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন অর্জুন। কিন্তু প্রথম একাদশে সুযোগ পেয়েছেন হাতেগোনা কয়েকটি ম্যাচে। সঞ্জীব গোয়েন্‌কার লখনউয়ে নতুন ভূমিকায় দেখা যেতে পারে অর্জুনকে।

Advertisement

মূলত বাঁহাতি পেসার অর্জুন। তবে তিনি ব্যাটটাও করতে পারেন। ২০২২ সালে মুম্বইয়ের হয়ে রঞ্জি অভিষেকে শতরান করেছিলেন তিনি। কিন্তু মুম্বইয়ে নিয়মিত সুযোগ না পাওয়ায় গোয়ায় চলে গিয়েছেন তিনি। সেখানে প্রায় প্রতি ম্যাচেই খেলছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজের ব্যাটিংয়ের দক্ষতা তিনি দেখাতে শুরু করেছেন। গোয়ার হয়ে ওপেন করতে নামছেন তিনি। আবার নতুন বল হাতেও দেখা যাচ্ছে তাঁকে।

উত্তরপ্রদেশের বিরুদ্ধে ওপেন করতে নেমে ২২ বলে ২৮ রান করেছেন অর্জুন। পরে বল হাতে ২.২ ওভারে ২৯ রান দিয়েছেন। প্রথম ম্যাচ ভাল যায়নি অর্জুনের। হেরেছে গোয়া। পরের ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে ৯ বলে ১৪ রান করেছেন সচিন-পুত্র। বল হাতে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। চণ্ডীগড়কে ৫২ রানে হারিয়েছে গোয়া। এই দ্বৈতভূমিকা লখনউয়ের হয়েও দেখাতে চান তিনি।

Advertisement

এ বারের নিলামের আগে লখনউ বেশ কয়েক জন ভারতীয় পেসারকে ছেড়ে দিয়েছে। ফলে অর্জুনের সুযোগ রয়েছে প্রথম একাদশে খেলার। যদি তিনি নজর কাড়তে পারেন, তা হলে আইপিএলে নিয়মিত দেখা যেতে পারে তাঁকে। আইপিএলের হাত ধরে ভারতীয় দলের দরজা খোলার চেষ্টা করবেন এই বাঁহাতি অলরাউন্ডার।

আইপিএলে মুম্বইয়ে পাঁচ বছর থাকলেও মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অর্জুন। এই পাঁচটি ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে একটি ম্যাচেই ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। ৯ বলে করেছিলেন ১৩ রান। লখনউয়ে অনেক বেশি সুযোগের আশায় অর্জুন। সেই কারণেই নিজের ধার আরও বাড়ানোর চেষ্টা করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement