Rohit Sharma

৯ নজির: আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে যেগুলি গড়লেন রোহিত শর্মা

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ের প্রথম দু’টি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে বিধ্বংসী মেজাজে দেখা গেল রোহিত শর্মাকে। ম্যাচে ৯টি নজির গড়লেন ভারতের অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ১২:৫৪
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ের প্রথম দু’টি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে বিধ্বংসী মেজাজে দেখা গেল রোহিত শর্মাকে। ৬৯ বলে ১২১ রান করলেন তিনি। পরে সুপার ওভারেও দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। এই ম্যাচে ৯টি নজির গড়লেন ভারতের অধিনায়ক।

Advertisement

১) আান্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শতরান হল রোহিতের। ১৫১টি ম্যাচে পঞ্চম শতরান করলেন তিনি। টপকালেন গ্লেন ম্যাক্সওয়েল এবং সূর্যকুমার যাদবকে। দু’জনেরই চারটি করে শতরান রয়েছে।

২) ৬৯ বলে ১২১ রান টি-টোয়েন্টিতে রোহিতের ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালে ইন্দোরে ৪৩ বলে ১১৮ ছিল সর্বোচ্চ।

Advertisement

৩) ভারতীয় ব্যাটার হিসাবে রোহিতের ১২১ রান চতুর্থ সর্বোচ্চ। সবার আগে শুভমন গিল (১২৬)। তার পরে রুতুরাজ গায়কোয়াড় (১২৩) এবং বিরাট কোহলি (১২২)।

৪) ভারতের অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রোহিতের। বিরাট কোহলির (৫০টি ম্যাচে ১৫৭০ রান) রেকর্ড ভাঙলেন। রোহিত এখনও পর্যন্ত ৫৩টি ম্যাচে ১৬৪৮ রান করেছেন।

৫) টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়লেন রোহিত। টপকালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যানকে (৮৬)। এখন রোহিতের ৫৩ ম্যাচে ৯০টি ছক্কা রয়েছে।

৬) বাবর আজমের পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে তিনটি শতরান হল তাঁর।

৭) ভারতের অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জেতার নিরিখে মহেন্দ্র সিংহ ধোনিকে ছুঁয়ে ফেললেন রোহিত। দু’জনেই ৪২টি করে ম্যাচ জিতেছেন।

৮) টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের জুটি হল রোহিত ক্রিজে থাকাকালীন। রিঙ্কু সিংহের সঙ্গে পঞ্চম উইকেটে ১৯০ রানের জুটি গড়েন রোহিত, যা সর্বোচ্চ।

৯) অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি দ্বিপাক্ষিক সিরিজ় জিতলেন রোহিত (১২)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন