ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।
৪০ বলে অর্ধশতরান করলেন বশ। দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা তিনি।
অর্শদীপের বলে ১৭ রানে ফিরলেন নান্দ্রে বার্গার। ৩১২ রানে নবম উইকেট পড়ল।
অষ্টম উইকেটে কর্বিন বশ ও প্রেনেলান সুব্রায়েন জুটি বেঁধেছিলেন। হাত খুলছিলেন তাঁরা। সেই জুটিও ভাঙলেন কুলদীপ। ১৭ রানের মাথায় সুব্রায়েনকে আউট করলেন তিনি। ২৭০ রানে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট পড়ল।
জানসেনের পর ব্রিৎজ়কেকেও আউট করলেন কুলদীপ। ৮০ বলে ৭২ রান করে আউট হলেন তিনি।
ভারতকে আবার খেলায় ফেরালেন কুলদীপ। তাঁর বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন জানসেন। ৩৯ বলে ৭০ রান করলেন জানসেন। ২২৮ রানে ষষ্ঠ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
৩০তম ওভারে ২০০ পার হয়েছে দক্ষিণ আফ্রিকার। অর্ধশতরান করে খেলছেন ব্রিৎজ়কে ও জানসেন।
৫ উইকেট হারালেও লড়ছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ২৬ বলে অর্ধশতরান করেছেন মার্কো জানসেন। রান তোলার গতি অনেকটা বাড়িয়ে ফেলেছেন তাঁরা।
আগের ওভারেই হর্ষিতকে চার এবং ছয় মেরেছিলেন ব্রেভিস। এ বার পাল্টা দিলেন হর্ষিত। ব্রেভিসকে আউট করেই আঙুল দিয়ে তাঁকে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত করলেন। অফস্টাম্পের বাইরের বল স্লাইস করেছিলেন ব্রেভিস। সুইপার কভারে ক্যাচ রুতুরাজের। ৩৭ রানে ফিরলেন ব্রেভিস।
দক্ষিণ আফ্রিকা ১৩০-৫।
ভারতের রান তাড়া করার মরিয়া চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা। ১০০ পেরিয়ে গেল তাদের স্কোর।
জুটি ভাঙলেন কুলদীপ। ৩৯ রানের মাথায় ডি জর্জিকে আউট করলেন তিনি। ৭৭ রানে চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
ব্রিৎজ়কে ২১ ও ডি জর্জি ১৮ রানে ক্রিজ়ে রয়েছেন।
তিন উইকেট পড়ার পর জুটি বেঁধেছেন টনি ডি জর্জি ও ম্যাথু ব্রিৎজ়কে। পাওয়ার প্লে কাজে লাগিয়ে হাত খুলছেন তাঁরা।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করামকে আউট করলেন অর্শদীপ সিংহ। ৭ রান করে আউট হলেন তিনি। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।
রিকেলটনের পর কুইন্টন ডি’কককেও শূন্য রানে ফেরালেন হর্ষিত। ৭ রানে ২ উইকেট পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার।
প্রথম বল ওয়াইড করেছিলেন। দ্বিতীয় বল পিচে পড়ে ভিতরের দিকে ঢুকল। রায়ান রিকেলটনের ব্য়াট-প্য়াডের ফাঁক দিয়ে গিয়ে লাগল উইকেটে। শূন্য রানে আউট রিকেলটন। ৭ রানে প্রথম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার।
রাঁচীতে বড় রান করল ভারত। ম্যাচ জিততে প্রতি ওভারে ৭ রান করে দরকার দক্ষিণ আফ্রিকার।
২০ বলে ৩২ রান করে আউট হলেন জাডেজা। সপ্তম উইকেট হারাল ভারত।
৫৬ বলে ৬০ রান করে আউট হলেন রাহুল। রাঁচীর মাঠে ভাল ইনিংস খেললেন তিনি।