India Vs South Africa 2025

রোহিতের হাতেই শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস, রাঁচীতে ১৭ রানে জিতে সিরিজ়ে এগিয়ে গেল ভারত

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৩:০১
Share:

ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২১:৫১ key status

জিতল ভারত

১৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২১:৪১ key status

অর্ধশতরান কর্বিন বশের

৪০ বলে অর্ধশতরান করলেন বশ। দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা তিনি। 

Advertisement
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২১:৩৫ key status

দক্ষিণ আফ্রিকার নবম উইকেটের পতন

অর্শদীপের বলে ১৭ রানে ফিরলেন নান্দ্রে বার্গার। ৩১২ রানে নবম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২১:০৪ key status

কুলদীপের চতুর্থ উইকেট

অষ্টম উইকেটে কর্বিন বশ ও প্রেনেলান সুব্রায়েন জুটি বেঁধেছিলেন। হাত খুলছিলেন তাঁরা। সেই জুটিও ভাঙলেন কুলদীপ। ১৭ রানের মাথায় সুব্রায়েনকে আউট করলেন তিনি। ২৭০ রানে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট পড়ল।

Advertising
Advertising
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:৪২ key status

এক ওভারে খেলা বদলে দিলেন কুলদীপ

জানসেনের পর ব্রিৎজ়কেকেও আউট করলেন কুলদীপ। ৮০ বলে ৭২ রান করে আউট হলেন তিনি। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:৩৯ key status

আউট জানসেন

ভারতকে আবার খেলায় ফেরালেন কুলদীপ। তাঁর বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন জানসেন। ৩৯ বলে ৭০ রান করলেন জানসেন। ২২৮ রানে ষষ্ঠ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:১৮ key status

দক্ষিণ আফ্রিকার রান ২০০ পার

৩০তম ওভারে ২০০ পার হয়েছে দক্ষিণ আফ্রিকার। অর্ধশতরান করে খেলছেন ব্রিৎজ়কে ও জানসেন। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:১৪ key status

জানসেনের ঝোড়ো অর্ধশতরান

৫ উইকেট হারালেও লড়ছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ২৬ বলে অর্ধশতরান করেছেন মার্কো জানসেন। রান তোলার গতি অনেকটা বাড়িয়ে ফেলেছেন তাঁরা। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪০ key status

আউট ব্রেভিস

আগের ওভারেই হর্ষিতকে চার এবং ছয় মেরেছিলেন ব্রেভিস। এ বার পাল্টা দিলেন হর্ষিত। ব্রেভিসকে আউট করেই আঙুল দিয়ে তাঁকে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত করলেন। অফস্টাম্পের বাইরের বল স্লাইস করেছিলেন ব্রেভিস। সুইপার কভারে ক্যাচ রুতুরাজের। ৩৭ রানে ফিরলেন ব্রেভিস।

দক্ষিণ আফ্রিকা ১৩০-৫।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:২০ key status

১০০ পেরোল দক্ষিণ আফ্রিকা

ভারতের রান তাড়া করার মরিয়া চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা। ১০০ পেরিয়ে গেল তাদের স্কোর।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:০৭ key status

উইকেট কুলদীপের

জুটি ভাঙলেন কুলদীপ। ৩৯ রানের মাথায় ডি জর্জিকে আউট করলেন তিনি। ৭৭ রানে চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:৪৫ key status

১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৭/৩

ব্রিৎজ়কে ২১ ও ডি জর্জি ১৮ রানে ক্রিজ়ে রয়েছেন। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:৩৯ key status

ইনিংস গড়ার চেষ্টায় ডি জর্জি-ব্রিৎজ়কে

তিন উইকেট পড়ার পর জুটি বেঁধেছেন টনি ডি জর্জি ও ম্যাথু ব্রিৎজ়কে। পাওয়ার প্লে কাজে লাগিয়ে হাত খুলছেন তাঁরা। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:২৩ key status

আউট অধিনায়ক মার্করাম

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করামকে আউট করলেন অর্শদীপ সিংহ। ৭ রান করে আউট হলেন তিনি। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:০৭ key status

তিন বলে জোড়া ধাক্কা হর্ষিতের

রিকেলটনের পর কুইন্টন ডি’কককেও শূন্য রানে ফেরালেন হর্ষিত। ৭ রানে ২ উইকেট পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:০৫ key status

দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই ধাক্কা হর্ষিত রানার

প্রথম বল ওয়াইড করেছিলেন। দ্বিতীয় বল পিচে পড়ে ভিতরের দিকে ঢুকল। রায়ান রিকেলটনের ব্য়াট-প্য়াডের ফাঁক দিয়ে গিয়ে লাগল উইকেটে। শূন্য রানে আউট রিকেলটন। ৭ রানে প্রথম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:২৮ key status

দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ৩৫০ রান

রাঁচীতে বড় রান করল ভারত। ম্যাচ জিততে প্রতি ওভারে ৭ রান করে দরকার দক্ষিণ আফ্রিকার।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:২৩ key status

আউট জাডেজা

২০ বলে ৩২ রান করে আউট হলেন জাডেজা। সপ্তম উইকেট হারাল ভারত। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:১৮ key status

আউট রাহুল

৫৬ বলে ৬০ রান করে আউট হলেন রাহুল। রাঁচীর মাঠে ভাল ইনিংস খেললেন তিনি। 

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:১১ key status

জাডেজা-রাহুলের অর্ধশতরানের জুটি

২৯ বলে অর্ধশতরানের জুটি হল রবীন্দ্র জাডেজা ও লোকেশ রাহুলের। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement