সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
৪০ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। সিরিজ়ে ০-১ পিছিয়ে পড়ল ভারত।
পর পর দু’বলে উইকেট নিলেন বুমরাহ। ৬ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। ব্যাটারেরা ব্যর্থ হলেও নজর কাড়লেন ভারতের বোলারেরা।
মিচেল ওয়েনকে আউট করলেন বুমরাহ। তবে জয়ের কাছে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া।
জস ইংলিশকে আউট করলেন কুলদীপ। ১১২ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
মিচেল ওয়েনের ক্যাচ ফস্কালেন হর্ষিত। দৌড়ে এসে বলের নীচে পৌঁছোলেও তা তালুবন্দি করতে পারেননি তিনি।
ভাল বোলিং বরুণের। টিম ডেভিডকে ১ রানের মাথায় আউট করলেন তিনি। ৯০ রানে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া।
কুলদীপের বলে বড় শট মারতে গিয়ে ৪৬ রানে আউট মার্শ। যদিও তার আগে সেই ওভারে দু’টি চার ও দু’টি ছক্কা মেরেছেন তিনি। আরও একটি বড় শট মারতে গিয়ে উইকেট হারান মার্শ।
বরুণ চক্রবর্তীর বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন হেড। বাউন্ডারিতে ভাল ক্যাচ ধরলেন তিলক বর্মা। ২৮ রান করলেন হেড। ৫১ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ল।
লক্ষ্য কম থাকায় দ্রুত খেলা শেষ করতে চাইছে অস্ট্রেলিয়া। ঝোড়ো ব্যাটিং দুই অসি অপেনারের। পাওয়ার প্লে কাজে লাগাচ্ছেন তাঁরা। বুমরাহের পর হর্ষিতের এক ওভারে এসেছে ২০ রান।
পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তুলছে অস্ট্রেলিয়া। বুমরাহের এক ওভারে উঠেছে ১৮ রান।
পুরো ২০ ওভারও খেলতে পারল না ভারত। ১৮.৪ ওভারে অল আউট হয়ে গেল গোটা দল। মেলবোর্নে ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১২৬ রান।
৩৭ বলে ৬৮ রান করে আউট হলেন অভিষেক। ১২৫ রানে ৯ উইকেট পড়ল ভারতের।
ভারতের আরও এক উইকেট পড়ল। শূন্য রানে আউট কুলদীপ। ১১০ রানে ৮ উইকেট পড়ল ভারতের।
ভারতীয় ব্যাটারদের হয়েছে কী? পিচের বাউন্স সামলাতে পারছেন না কেউ। ৪ রান করে আউট হয়েছেন তিনি। ১০৯ রানে ৭ উইকেট পড়েছে ভারতের।
৩২ রান করে আউট হলেন হর্ষিত। মেলবোর্নে ৫ উইকেট পড়ার পর অভিষেকের সঙ্গে অর্ধশতরানের জুটি গড়লেন তিনি।
১৫ ওভারে ১০০ রান পার ভারতের। অভিষেক ৫২ ও হর্ষিত ৩৫ রান করেছেন।
বাকিরা যেখানে ব্যর্থ সেখানে হাত খুলে খেলছেন অভিষেক শর্মা। দেখে মনে হচ্ছে অন্য পিচে ব্যাট করছেন তিনি। বাকিদের অভিষেক শেখাচ্ছেন, কী ভাবে ব্যাট করতে হয়। ২৩ বলে অর্ধশতরান করেছেন তিনি।
অভিষেক ৪৬ ও হর্ষিত রানা ৭ রানে ব্যাট করছেন।
বাজে সময়ে আউট হলেন অক্ষর পটেল। তিন রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে আউট হলেন তিনি। ৭ রান করলেন অক্ষর। ৪৯ রানে ৫ উইকেট হারাল ভারত। ৮ ওভারের মধ্যে ভারতের অর্ধেক দল সাজঘরে।