India Vs Australia Series 2025

মেলবোর্নে ব্যাটিং ব্যর্থতায় হার সূর্যদের, অস্ট্রেলিয়ার কাছে কোন পথে হেরে পিছিয়ে পড়ল ভারত

মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলছে। প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা বাদে ভারতের টপ ও মিডল অর্ডার ব্যর্থ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:১৭
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৭:০৬ key status

ভারতের হার

৪০ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। সিরিজ়ে ০-১ পিছিয়ে পড়ল ভারত। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৭:০০ key status

পর পর দু’বলে উইকেট বুমরাহের

পর পর দু’বলে উইকেট নিলেন বুমরাহ। ৬ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। ব্যাটারেরা ব্যর্থ হলেও নজর কাড়লেন ভারতের বোলারেরা। 

Advertisement
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৫৮ key status

উইকেট বুমরাহের

মিচেল ওয়েনকে আউট করলেন বুমরাহ। তবে জয়ের কাছে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৫২ key status

উইকেট কুলদীপের

জস ইংলিশকে আউট করলেন কুলদীপ। ১১২ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

Advertising
Advertising
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৪২ key status

ক্যাচ ফস্কালেন হর্ষিত

মিচেল ওয়েনের ক্যাচ ফস্কালেন হর্ষিত। দৌড়ে এসে বলের নীচে পৌঁছোলেও তা তালুবন্দি করতে পারেননি তিনি। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৩৫ key status

ডেভিডকে ফেরালেন বরুণ

ভাল বোলিং বরুণের। টিম ডেভিডকে ১ রানের মাথায় আউট করলেন তিনি। ৯০ রানে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:২৯ key status

আউট মিচেল মার্শ

কুলদীপের বলে বড় শট মারতে গিয়ে ৪৬ রানে আউট মার্শ। যদিও তার আগে সেই ওভারে দু’টি চার ও দু’টি ছক্কা মেরেছেন তিনি। আরও একটি বড় শট মারতে গিয়ে উইকেট হারান মার্শ। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:১৬ key status

অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা বরুণের, আউট হেড

বরুণ চক্রবর্তীর বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন হেড। বাউন্ডারিতে ভাল ক্যাচ ধরলেন তিলক বর্মা। ২৮ রান করলেন হেড। ৫১ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:১০ key status

ঝোড়ো ব্যাটিং অস্ট্রেলিয়ার

লক্ষ্য কম থাকায় দ্রুত খেলা শেষ করতে চাইছে অস্ট্রেলিয়া। ঝোড়ো ব্যাটিং দুই অসি অপেনারের। পাওয়ার প্লে কাজে লাগাচ্ছেন তাঁরা। বুমরাহের পর হর্ষিতের এক ওভারে এসেছে ২০ রান। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:০৫ key status

বুমরাহের এক ওভারে এল ১৮ রান

পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তুলছে অস্ট্রেলিয়া। বুমরাহের এক ওভারে উঠেছে ১৮ রান। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩২ key status

অল আউট ভারত

পুরো ২০ ওভারও খেলতে পারল না ভারত। ১৮.৪ ওভারে অল আউট হয়ে গেল গোটা দল। মেলবোর্নে ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১২৬ রান। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩০ key status

আউট অভিষেক শর্মা

৩৭ বলে ৬৮ রান করে আউট হলেন অভিষেক। ১২৫ রানে ৯ উইকেট পড়ল ভারতের। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:২১ key status

আউট কুলদীপ যাদব

ভারতের আরও এক উইকেট পড়ল। শূন্য রানে আউট কুলদীপ। ১১০ রানে ৮ উইকেট পড়ল ভারতের।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১৭ key status

আউট শিবম দুবেও

ভারতীয় ব্যাটারদের হয়েছে কী? পিচের বাউন্স সামলাতে পারছেন না কেউ। ৪ রান করে আউট হয়েছেন তিনি। ১০৯ রানে ৭ উইকেট পড়েছে ভারতের। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১৪ key status

আউট হর্ষিত

৩২ রান করে আউট হলেন হর্ষিত। মেলবোর্নে ৫ উইকেট পড়ার পর অভিষেকের সঙ্গে অর্ধশতরানের জুটি গড়লেন তিনি। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১১ key status

ভারতের রান ১০০ পার

১৫ ওভারে ১০০ রান পার ভারতের। অভিষেক ৫২ ও হর্ষিত ৩৫ রান করেছেন। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:০২ key status

অর্ধশতরান অভিষেকের, মনে হচ্ছে অন্য পিচে ব্যাট করছেন তিনি

বাকিরা যেখানে ব্যর্থ সেখানে হাত খুলে খেলছেন অভিষেক শর্মা। দেখে মনে হচ্ছে অন্য পিচে ব্যাট করছেন তিনি। বাকিদের অভিষেক শেখাচ্ছেন, কী ভাবে ব্যাট করতে হয়। ২৩ বলে অর্ধশতরান করেছেন তিনি। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৪৭ key status

ভারতের রান ১০ ওভারে ৬৯/৫

অভিষেক ৪৬ ও হর্ষিত রানা ৭ রানে ব্যাট করছেন। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৩৫ key status

রান আউট অক্ষর

বাজে সময়ে আউট হলেন অক্ষর পটেল। তিন রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে আউট হলেন তিনি। ৭ রান করলেন অক্ষর। ৪৯ রানে ৫ উইকেট হারাল ভারত। ৮ ওভারের মধ্যে ভারতের অর্ধেক দল সাজঘরে।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:২৫ key status

পাওয়ার প্লে শেষে ভারত ৪০/৪

৬ ওভার শেষে ভারতের রান ৪ উইকেট হারিয়ে ৪০। অভিষেক ২৯ ও অক্ষর পটেল ৩ রানে খেলছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement