উইকেট নিয়ে উল্লাস বরুণ চক্রবর্তীর। ছবি: পিটিআই।
ডি’কক ৩৪ ও মার্করাম ৭ রানে ক্রিজ়ে রয়েছেন।
বল করতে এসেই উইকেট নিলেন বরুণ। নিজের প্রথম বলেই হেনড্রিক্সকে (৮) বোল্ড করলেন তিনি। ৩৮ রানে প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ওভারে মাত্র ১ রান দিলেও দ্বিতীয় ওভারে ১৬ রান দিলেন বুমরাহ। একটি করে ছক্কা মারলেন ডি’কক ও হেনড্রিক্স।
অর্শদীপের দু’ওভারে দু’টি ছক্কা মেরেছেন ডি’কক। অপর ওপেনার রিজ়া হেনড্রিক্সের ব্যাট চুপ থাকলেও ডি’কক হাত খুলছেন। অর্শদীপকে নিশানা করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ২২ রানের মধ্যে ২০ রানই করেছেন ডি’কক।
প্রথম ওভারের তৃতীয় বলেই রান আউট করার সুযোগ পেয়েছিলেন তিলক। হালকা হাতে খেলে রান নেওয়ার চেষ্টা করেন কুইন্টন ডি’কক। বল যায় তিলকের হাতে। ডি’কক ক্রিজ়ে ফেরার চেষ্টা করেন। তিলক সরাসরি উইকেটে লাগাতে পারলেন আউট হতেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। বেঁচে যান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিট থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে প্রথম টিকিট তুলে দিলেন ভারতের প্রাক্তন কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।
জয়ী দলে কোনও বদল করল না ভারত। আগের ম্যাচের প্রথম একাদশই খেলাচ্ছেন গৌতম গম্ভীরেরা।
ভারতের প্রথম একাদশ— অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।