হর্ষিত রানা। —ফাইল চিত্র।
মিচেল-ইয়ং জুটি ভাঙলেন হর্ষিত। তাঁর বল পয়েন্ট অঞ্চলে খেলার চেষ্টা করেন ইয়ং। ৩০ রানের মাথায় রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫৮ রানে তৃতীয় উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের।
মিচেল-ইয়ং জুটিতে একাদশতম ওভারে ৫০ পার হল নিউ জ়িল্যান্ডের।
গত ম্যাচে নিউ জ়িল্যান্ডকে জিতিয়েছিলেন ড্যারিল মিচেল ও উইল ইয়ং। ইনদওরেও সেই জুটিই ভরসা তাদের। দুই ওপেনার ফেরার পর ধীরে ধীরে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা।
দ্বিতীয় ওভারেই তৃতীয় উইকেট পেতে পারত ভারত। উইল ইয়ংয়ের শট সরাসরি কুলদীপের হাতে যায়। তখন ক্রিজ় থেকে অনেকটা বাইরে ছিলেন ড্যারিল মিচেল। কুলদীপের থ্রো উইকেটে লাগেনি। বেঁচে যান মিচেল।
দ্বিতীয় ওভারের প্রথম বলে নিউ জ়িল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিলেন হর্ষিত রানা। এ বারও দোনোমনো করতে গিয়ে আউট হলেন কিউয়ি ব্যাটার। ডেভন কনওয়ে বল ছাড়বেন কি মারবেন, তা বুঝতে পারলেন না। ফলে খোঁচা মেরে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ৫ রানে দ্বিতীয় উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের।
সুযোগ পেয়ে তা কাজে লাগালেন অর্শদীপ। তাঁর বল ছাড়বেন কি না, বুঝতে না পেরে শূন্য রানে বোল্ড হেনরি নিকোলস।
আগের দিনের ম্যাচের দল থেকে এই ম্যাচে প্রথম একাদশে একটি বদল করেছে ভারত। প্রসিদ্ধ কৃষ্ণের বদলে নেওয়া হয়েছে অর্শদীপ সিংহকে।
ভারতের প্রথম একাদশ— শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ।