তিলক বর্মা। —ফাইল চিত্র।
এশিয়া কাপে নিজের প্রথম বলে চার মেরে দলকে জেতালেন রিঙ্কু সিংহ। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। জয়ের নায়ক তিলক বর্মা। ৫৩ বলে ৬৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।
২২ বলে ৩৩ রান করে আউট হলেন শিবম দুবে। পঞ্চম উইকেট পড়ল ভারতের। শেষ ৬ বলে ১০ রান দরকার ভারতের।
৪১ বলে অর্ধশতরান করলেন তিলক। তিনি যখন খেলতে নামেন তখন ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত। সেখান থেকে দলকে টানছেন তিলক।
এক ওভারে ১৭ রান দিলেন হ্যারিস রউফ। তাঁকে নিশানা করলেন ভারতীয় ব্যাটারেরা। এক ওভারে খেলা ঘুরে গেল ভারতের দিকে। তিলক বর্মা ও শিবম দুবের জুটিতে জয়ে আশা দেখছে ভারত।
আবরারের বল বড় শট মারতে গিয়ে আউট হলেন সঞ্জু। ভাল খেলছিলেন তিনি। ৭৭ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল। সঞ্জু করলেন ২৪ রান।
তিলক বর্মা ২৪ ও সঞ্জু স্যামসন ১৬ রান করে খেলছেন। ফাইনাল জিততে শেষ ৬০ বলে ৮৯ রান করতে হবে ভারতকে।
আবরার আহমেদের বলে সঞ্জুর সহজ ক্যাচ ছাড়লেন হুসেন তলত। কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন ভারতীয় সমর্থকেরা।
টপ অর্ডারের তিন ব্যাটার আউট হওয়ার পর জুটি বাঁধার চেষ্টা করছেন তিলক বর্মা ও সঞ্জু স্যামসন। ধরে খেলছেন তাঁরা। মন্থর উইকেট বড় শটের থেকে দৌড়ে রানের দিকে বেশি নজর দিয়েছেন। দুই ব্যাটার জানেন, খেলা যত এগোবে তত চাপ বাড়বে পাকিস্তানের উপর। শেষ দিকে বড় শট মেরে খেলা জিততে পারবেন তাঁরা। সেই চেষ্টাই করছেন দুই ব্যাটার।
অহেতুক তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট দিয়ে আসছে ভারত। পাওয়ার প্লে-র মধ্যে আউট শুভমন গিলও। একটা চার মারার পর আবার বড় শট খেলতে গিয়ে আউট ভারতের সহ-অধিনায়ক। ২০ রানে ভারতের ৩ উইকেট পড়েছে। নিজেদের উপরেই চাপ বাড়াচ্ছে ভারত।
পাকিস্তানকে রানকে হালকা ভাবে নেওয়ার রাস্তায় এগোচ্ছে ভারত। অভিষেকের পর আউট সূর্যকুমার। খারাপ শট খেলে আউট হলেন তিনিও। এগিয়ে এসে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন সলমন। ১০ রানেই ২ উইকেট পড়ে গেল।
এটা হওয়ারই ছিল। প্রথম ওভার থেকেই চালিয়ে খেলছিলেন তিনি। রানের বোঝা বেশি নয়। তাড়াহুড়োর দরকারও ছিল না। তবু চালিয়ে খেলতে গিয়ে উইকেট দিলেন অভিষেক। ফাহিম আশরফের বলে ফিরলেন তিনি। সুনীল গাওস্করও বলছিলেন, অকারণে ঝুঁকি নিতে গিয়েই আউট হয়েছেন অভিষেক।
১৯.১ ওভারে অল আউট হয়ে গেল পাকিস্তান। তাদের শেষ ৯ উইকেট পড়ল মাত্র ৩৩ রানে। এশিয়া কাপের ফাইনাল জিততে ভারতের সামনে লক্ষ্য ১৪৭ রান।
দ্বিতীয় স্পেলে উইকেটে ফিরলেন বুমরাহ। তাঁর ইয়র্কারে আউট রউফ। ১৪১ রানে নবম উইকেট পড়ল পাকিস্তানের। অল আউট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাক দলে।
একই ওভারে ৩ উইকেট নিলেন কুলদীপ। সলমন আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরফকে আউট করেছেন তিনি। ২১ রানে পাকিস্তানের শেষ ৭ উইকেট পড়েছে।
ভারতীয় স্পিনারদের দাপটে খেই হারিয়ে ফেলেছেন পাক ব্যাটারেরা। কুলদীপের বলে ৮ রান করে আউট অধিনায়ক সলমন। পাঁচ ওভারে ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান।
এশিয়া কাপের ফাইনালেও নাটক চলল। দু’রান নেওয়ার চেষ্টা করেন পাক অধিনায়ক সলমন আঘা। বাউন্ডারি থেকে ভারতীয় ফিল্ডারের থ্রো সলমনের গায়ে লাগে। ভারত আবেদন করে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর। কিন্তু তৃতীয় আম্পায়ার সেই দাবি খারিজ করে দেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম ভারতের এই আবেদনের সমালোচনা করেছেন।
পর পর চার ওভারে ৪ উইকেট পড়ল পাকিস্তানের। এ বার অক্ষরের বলে ১ রান করে আউট হুসেন তলত। ভারতকে খেলায় ফেরালেন স্পিনারেরা। ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। তাদের রান তোলার গতিও কমেছে।
হাত খোলা শুরু করেছিলেন ফখর জ়মান। তাঁকে ফেরালেন বরুণ। ৪৬ রান করে আউট পাক ব্যাটার। ১২৬ রানে ৪ উইকেট পড়ল পাকিস্তানের। পর পর তিন ওভারে ৩ উইকেট হারাল তারা। স্পিনারদের হাত ধরে খেলায় ফিরছে ভারত।
পর পর দু’ওভারে উইকেট হারাল পাকিস্তান। স্পিনারদের হাত ধরে খেলায় ফিরছে ভারত। শূন্য রানে আউট হয়েছেন মহম্মদ হ্যারিস। ১১৪ রানে ৩ উইকেট পড়ল পাকিস্তানের।