করুণ নায়ার। —ফাইল চিত্র।
ভারতের রান ৬ উইকেটে ২০৪। করুণ ৫২ ও ওয়াশিংটন ১৯ রান করে খেলছেন।
কঠিন পরিস্থিতিতে অর্ধশতরান করলেন করুণ নায়ার। চলতি সিরিজ়ে প্রথম অর্ধশতরান করলেন তিনি।
অ্যাটকিনসনের বলে দ্বিতীয় স্লিপে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট জুরেল (১৯)। ভারত ১৫৩/৬।
আগের ইনিংসে শতরান করা জাডেজা রান পেলেন না ওভালে। জশ টংয়ের বলে খোঁচা মেরে ৯ রানে ফিরলেন তিনি। ১২৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ভারত।
ধৈর্য ধরে খেলছিলেন সুদর্শন। কিন্তু জশ টংয়ের একটা বলে খোঁচা মেরে আউট হলেন তিনি। ৩৮ রান করেছেন সুদর্শন। ১০১ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল।
৩৫তম ওভারে ১০০ পার ভারতের। সাই সুদর্শন ৩৮ ও করুণ নায়ার ৩ রানে খেলছেন।
আম্পায়ারেরা জানিয়ে দিয়েছেন আবার রাত ৯.১৫ মিনিট থেকে খেলা শুরু হবে।
বৃষ্টিতে যাতে সময় বেশি নষ্ট না হয় তার জন্য আগেই চা বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সময় সন্ধ্যা ৮.৪০ থেকে ৯.০০ পর্যন্ত চা বিরতি।
এক বার খেলা শুরু হওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়েছে। ফলে খেলা আবার বন্ধ। ভারতের রান ৩ উইকেটে ৮৫। সাই সুদর্শন ২৮ ও করুণ নায়ার শূন্য রানে অপরাজিত রয়েছেন।
ভাল খেলছিলেন শুভমন। বোকার মতো রান আউট হলেন তিনি। গাস অ্যাটকিনসনের একটা বল হালকা হাতে খেলে রান নিতে গিয়েছিলেন তিনি। বল সোজা বোলারের কাছেই যায়। মাঝ পিচ পৌঁছে গিয়ে আর ফিরতে পারেননি তিনি। সরাসরি থ্রোয়ে তাঁকে আউট করেন অ্যাটকিনসন। ২১ রানে আউট হলেন শুভমন। ৮৩ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল।
দ্বিতীয় সেশনের খেলা হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত।চায়ের বিরতি রাত ৯টা ৩৫ মিনিট থেকে রাত ৯টা ৫৫ মিনিট। তৃতীয় সেশনের খেলা হবে রাত ৯টা ৫৫ মিনিট থেকে রাত ১১.৩০ মিনিট পর্যন্ত। প্রয়োজনে আরও ৩০ মিনিট বাড়তে পারে খেলার সময়। সেই সিদ্ধান্ত নেবেন আম্পায়ারেরা।
আম্পায়ারের মাঠ পরিদর্শন করে জানিয়ে দিয়েছেন, আবার বৃষ্টি না হলে ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে খেলা শুরু হবে।
প্রথম বার মাঠ পরিদর্শন করে খুশি হতে পারলেন না আম্পায়ারেরা। আবার সন্ধ্যা ৭টায় মাঠ দেখবেন তাঁরা।
ওভালে বৃষ্টি থেমেছে। কিন্তু এখনও খেলা শুরু হয়নি। মাঠ ঢাকা রয়েছে। আম্পায়ারেরা জানিয়েছেন, ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে মাঠ দেখবেন তাঁরা। তার পরে জানা যাবে যে খেলা আবার কখন শুরু হবে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতি হয়ে গিয়েছে। ভারতের রান ২ উইকেটে ৭২। শুভমন গিল ২৫ ও সাই সুদর্শন ১৫ রানে অপরাজিত রয়েছেন।
মধ্যাহ্নভোজের বিরতির আগে লন্ডনে ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। ক্রিকেটারের দৌড়ে সাজঘরে ফিরেছেন। খেলা বন্ধ।
মেঘলা আবহাওয়ায় সবুজ উইকেটে ব্যাট করা সহজ নয়। ভালভাবে তা জানেন ভারতের দুই ব্যাটার লোকেশ রাহুল ও সাই সুদর্শন। যশস্বী আউট হওয়ার পর সাবধানে ব্যাট করছেন তাঁরা। তাড়াহুড়ো করছেন না ভারতের দুই ব্যাটার।