উইকেট নেওয়ার পর উল্লাস আকাশ দীপের। ছবি: রয়টার্স।
জো রুট ১৮ ও হ্যারি ব্রুক ৩০ রানে অপরাজিত রয়েছেন। ভারতের থেকে ৫১০ রান পিছিয়ে ইংল্যান্ড।
৩ উইকেট পড়ার পর ইংল্যান্ডের ইনিংস সামলাচ্ছেন রুট ও ব্রুক। অর্ধশতরানের জুটি গড়েছেন তাঁরা।
২৫ রানে তৃতীয় উইকেট পড়ল ইংল্যান্ডের। ১৯ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হলেন জ্যাক ক্রলি।
আকাশদীপের বলে স্লিপে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট পোপ (শূন্য)। ইংল্যান্ড ১৩/২।
আকাশদীপের বলে শুভমনের হাতে ক্যাচ দিয়ে আউট ডাকেট (শূন্য)। ইংল্যান্ড ১৩/১।
অবশেষে থামলেন শুভমন। ২৬৯ রান করে জশ টংয়ের বলে পুল মারতে গিয়ে আউট হলেন তিনি।
থামছেন না শুভমন গিল। চা বিরতির আগে ২৫০ পার করেছেন তিনি। চা বিরতিতে ২৬৫ রানে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক।
সপ্তম উইকেটের জুটিতে ১০০ রান তুললেন শুভমন (২৩৪) এবং ওয়াশিংটন (২৬)। ভারত ৫১৪/৬।
এজবাস্টনে প্রথম ইনিংসে ৫০০ রান পার হল ভারতের। শুভমন ২২৯ ও ওয়াশিংটন সুন্দর ২৩ রানে খেলছেন।
এজবাস্টনে রেকর্ড গড়লেন শুভমন গিল। ভারতের প্রথম অধিনায়ক হিসাবে টেস্টে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করলেন তিনি। টেস্টে এটা শুভমনেরও প্রথম ২০০ রানের ইনিংস।
জাডেজা আউট হলেও ক্রিজ়ে রয়েছেন অধিনায়ক শুভমন গিল। সাবলীল ব্যাট করছেন তিনি। ধীরে ধীরে দ্বিশতরানের দিকে এগোচ্ছেন তিনি।
শুভমন গিল ১৬৮ ও ওয়াশিংটন সুন্দর ১ রানে অপরাজিত রয়েছেন।
এই এজবাস্টনেই গত সফরে শতরান করেছিলেন জাডেজা। আরও এক বার সেই সুযোগ ছিল তাঁর। ভাল খেলছিলেন। কিন্তু জশ টংয়ের বাউন্সার সামলাতে না পেরে ৮৯ রানের মাথায় আউট হন তিনি। ২০৩ রানের জুটি ভাঙল ভারতের। ৪১৪ রানে ষষ্ঠ উইকেট পড়ল ভারতের।
ষষ্ঠ উইকেটে ২০০ রানের জুটি গড়লেন শুভমন গিল ও রবীন্দ্র জাডেজা। শুভমন ১৬৪ ও জাডেজা ৮৮ রানে ব্য়াট করছেন। এই জুটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা।
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন শুভমন গিল। এজবাস্টনে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন তিনি। এর আগে এই মাঠে কোহলি এক ইনিংসে ১৪৯ রান করেছিলেন। তাঁকে টপকেছেন শুভমন।
১৫০ রান করলেন শুভমন গিল। অধিনায়ক হিসাবে প্রথম বার এই নজির গড়লেন তিনি। এটাই টেস্টে এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান।