India VS England Test Series

শুভমনের ২৬৯ রানে ভারত ৫৮৭, জবাবে আকাশ দীপের দাপটে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ৭৭/৩

এজবাস্টনে প্রথম ইনিংসে দ্বিশতরান করেছেন শুভমন গিল। অধিনায়কের ২৬৯ রানে ভর করে ৫৮৭ রান করেছে ভারত। জবাবে ব্য়াট করতে নেমে শুরুতে পর পর উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৫:২৯
Share:

উইকেট নেওয়ার পর উল্লাস আকাশ দীপের। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২৩:০৫ key status

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ৭৭/৩

জো রুট ১৮ ও হ্যারি ব্রুক ৩০ রানে অপরাজিত রয়েছেন। ভারতের থেকে ৫১০ রান পিছিয়ে ইংল্যান্ড। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২২:৫৫ key status

ইংল্যান্ডকে সামলাচ্ছেন জো রুট ও হ্যারি ব্রুক

৩ উইকেট পড়ার পর ইংল্যান্ডের ইনিংস সামলাচ্ছেন রুট ও ব্রুক। অর্ধশতরানের জুটি গড়েছেন তাঁরা। 

Advertisement
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২২:০১ key status

ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন

২৫ রানে তৃতীয় উইকেট পড়ল ইংল্যান্ডের। ১৯ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হলেন জ্যাক ক্রলি। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২১:৩৯ key status

আউট পোপ

আকাশদীপের বলে স্লিপে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট পোপ (শূন্য)। ইংল্যান্ড ১৩/২।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২১:৩৮ key status

আউট ডাকেট

আকাশদীপের বলে শুভমনের হাতে ক্যাচ দিয়ে আউট ডাকেট (শূন্য)। ইংল্যান্ড ১৩/১।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২১:১১ key status

ভারতের প্রথম ইনিংস শেষ

৫৮৭ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২০:৪৩ key status

২৬৯ রানে আউট শুভমন

অবশেষে থামলেন শুভমন। ২৬৯ রান করে জশ টংয়ের বলে পুল মারতে গিয়ে আউট হলেন তিনি। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২০:১৫ key status

২৫০ পার শুভমনের

থামছেন না শুভমন গিল। চা বিরতির আগে ২৫০ পার করেছেন তিনি। চা বিরতিতে ২৬৫ রানে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২০:০৫ key status

আউট ওয়াশিংটন

৪২ রান করে রুটের বলে বোল্ড ওয়াশিংটন। ভারত ৫৫৮/৭।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৯:৩৬ key status

সপ্তম উইকেটের জুটিতে ১০০

সপ্তম উইকেটের জুটিতে ১০০ রান তুললেন শুভমন (২৩৪) এবং ওয়াশিংটন (২৬)। ভারত ৫১৪/৬।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৯:২৪ key status

৫০০ রান পার ভারতের

এজবাস্টনে প্রথম ইনিংসে ৫০০ রান পার হল ভারতের। শুভমন ২২৯ ও ওয়াশিংটন সুন্দর ২৩ রানে খেলছেন। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৮:৫৪ key status

শুভমনের দ্বিশতরান

এজবাস্টনে রেকর্ড গড়লেন শুভমন গিল। ভারতের প্রথম অধিনায়ক হিসাবে টেস্টে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করলেন তিনি। টেস্টে এটা শুভমনেরও প্রথম ২০০ রানের ইনিংস। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৮:৩০ key status

শুভমনের ব্যাট ভরসা জোগাচ্ছে

জাডেজা আউট হলেও ক্রিজ়ে রয়েছেন অধিনায়ক শুভমন গিল। সাবলীল ব্যাট করছেন তিনি। ধীরে ধীরে দ্বিশতরানের দিকে এগোচ্ছেন তিনি। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৭:৩১ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৬ উইকেটে ৪১৯

শুভমন গিল ১৬৮ ও ওয়াশিংটন সুন্দর ১ রানে অপরাজিত রয়েছেন। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৭:২২ key status

শতরান হাতছাড়া জাডেজার

এই এজবাস্টনেই গত সফরে শতরান করেছিলেন জাডেজা। আরও এক বার সেই সুযোগ ছিল তাঁর। ভাল খেলছিলেন। কিন্তু জশ টংয়ের বাউন্সার সামলাতে না পেরে ৮৯ রানের মাথায় আউট হন তিনি। ২০৩ রানের জুটি ভাঙল ভারতের। ৪১৪ রানে ষষ্ঠ উইকেট পড়ল ভারতের। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৭:১৭ key status

শুভমন-জাডেজার ২০০ রানের জুটি

ষষ্ঠ উইকেটে ২০০ রানের জুটি গড়লেন শুভমন গিল ও রবীন্দ্র জাডেজা। শুভমন ১৬৪ ও জাডেজা ৮৮ রানে ব্য়াট করছেন। এই জুটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৭:১৪ key status

৪০০ পার ভারতের

শুভমন ১৫৮ ও জাডেজা ৮৮ রানে অপরাজিত রয়েছেন। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৬:৪৮ key status

কোহলির রেকর্ড ভাঙলেন শুভমন

বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন শুভমন গিল। এজবাস্টনে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন তিনি। এর আগে এই মাঠে কোহলি এক ইনিংসে ১৪৯ রান করেছিলেন। তাঁকে টপকেছেন শুভমন। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৬:৪৬ key status

শুভমনের ১৫০ রান

১৫০ রান করলেন শুভমন গিল। অধিনায়ক হিসাবে প্রথম বার এই নজির গড়লেন তিনি। এটাই টেস্টে এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান। 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৬:১৭ key status

৩৫০ রান পার ভারতের

শুভমন ১৩২ ও জাডেজা ৬১ রানে খেলছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement