India vs England at Headingley 3rd day Live

তৃতীয় দিনের খেলা শেষ, ইংল্যান্ডের থেকে ৯৬ রানে এগিয়ে ভারত, ক্রিজ়‌ে শুভমন-রাহুল

দ্বিতীয় দিনে ৪১ রানে ৭ উইকেট পড়েছে ভারতের। রান তাড়া করতে নেমে অলি পোপের শতরানে জবাব দিচ্ছে ইংল্যান্ড। তৃতীয় দিনের শুরুতেই পোপকে ফেরালেন প্রসিদ্ধ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৫:৩৩
Share:

সুদর্শনকে সান্ত্বনা রাহুলের। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ২২:৩৫ key status

তৃতীয় দিনের খেলা শেষ

বৃষ্টি আসায় তৃতীয় দিনের খেলা শেষ হল। এমনিতেই নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। অতিরিক্ত ৩০ মিনিট খেলানো হত। কিন্তু বৃষ্টি আসায় আর সময় বাড়ানোর রাস্তায় হাঁটলেন না আম্পায়ারেরা।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ২২:২৩ key status

সুদর্শন আউট

আবার পুরনো ভুল সুদর্শনের (৩০)। ভালই খেলছিলেন। স্টোকসের পা লক্ষ্য করে করা বলে আবার আউট হলেন। এ বার ক্যাচ জাক ক্রলির হাতে। ভারত ৮৬-২।

Advertisement
শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ২২:০১ key status

জুটি গড়ছেন সুদর্শন-রাহুল

যশস্বীকে হারালেও চাপে পড়েনি ভারত। রাহুল-সুদর্শন কোনও রকম তাড়াহুড়োর রাস্তায় হাঁটছেন না। ধীরেসুস্থে খেলছেন।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ২০:৫৭ key status

আউট যশস্বী

ফিরল ভারতের খোঁচা দেওয়ার রোগ। কার্সের বলে খোঁচা দিয়ে চার রানে আউট যশস্বী। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ২০:২০ key status

ইংল্যান্ড শেষ ৪৬৫ রানে

ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৪৬৫ রানে। শেষ উইকেটটিও নিলেন বুমরাহ। মাত্র ছ’রানের লিড নিল ভারত।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ২০:১২ key status

আউট ওকস

অবশেষে ওকস আউট হলেন। সেই বুমরাহকেই জুটি ভাঙতে হল। ইংল্যান্ডের স্কোর ৪৬০-৯।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৯:৫০ key status

আউট কার্স

উইকেট ছেড়ে মারতে গিয়ে বোল্ড কার্স। তাঁকে ফেরালেন সিরাজ। কিন্তু আগ্রাসী খেলে যা করার করে দিয়েছেন কার্স। বোলার হলেও ভারতীয়দের উপর শাসন করেছেন। ভারতের রানের দিকে ক্রমশ এগিয়ে চলেছে ইংল্যান্ড। দ্রুত বাকি দুটি উইকেট ফেলতে হবে ভারতকে। ইংল্যান্ড ৪৫৩-৮। ভারতের রানের থেকে আর মাত্র ১৮ দূরে।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৯:৪৬ key status

কেন শার্দূল নয়?

বল ঘোরাতে পারেন। তবু শার্দূলকে বোলিংয়ে আনা হচ্ছে। শুভমনের অধিনায়কত্ব নিয়ে শুরুতেই উঠছে প্রশ্ন। সিরাজ এবং প্রসিদ্ধ মার খেয়ে গেলেও পরিকল্পনা বদলাচ্ছেন না শুভমন। তার খেসারত দিতে হচ্ছে ভারতকে। ৩৬ বলে ৫০ রানের জুটি তৈরি করে ফেললেন ইংল্যান্ডের অষ্টম উইকেটের জুটি। সেখানে ভারত শেষ সাতটি উইকেট হারিয়েছে ৪১ রানে! ইংল্যান্ডের লোয়ার অর্ডারের ব্যাটারদের আউট করতে কালঘাম ছুটে যাচ্ছে ভারতীয়দের।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৯:১৪ key status

আর পার পেলেন না ব্রুক

অবশেষে তৃতীয় বার সফল ভারত। শতরানের থেকে এক ধাপ দূরে দাঁড়িয়েছিলেন ব্রুক। প্রসিদ্ধের বলে পুল করতে গিয়েছিলেন। লং লেগে শার্দূল ক্যাচ ধরলেন। আউট হয়ে বিশ্বাসই হচ্ছে না ব্রুকের। মাথা নাড়তে নাড়তে ফিরলেন সাজঘরে। ইংল্যান্ড ৩৯৮-৭।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৯:০৭ key status

বুমরাহের বলে চারটি ক্যাচ পড়ল

তিনটি ফেলেছেন যশস্বী। একটি জাডেজা। এক জন বোলারের বলে সর্বাধিক ক্যাচ পড়ার নিরিখে বুমরাহ সবার উপরে। 

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৮:৫৬ key status

আবার ক্যাচ ফেললেন যশস্বী

আরও একটা ক্যাচ ফেললেন যশস্বী। এ বার ৮২ রানের মাথায় হ্যারি ব্রুকের সহজ ক্যাচ ফেললেন তিনি। ভারতের খারাপ ফিল্ডিং কাজে লাগিয়ে শতরানের পথে এগোচ্ছেন ব্রুক। 

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৮:২৯ key status

আউট স্মিথ

প্রসিদ্ধের বলে পুল করে ছয় মেরেছিলেন স্মিথ। বাউন্ডারির ধারে জাডেজা ক্যাচ ধরলেও ভারসাম্য রাখতে পারেননি। বল ছুড়ে দেন সুদর্শনের হাতে। দুই ক্রিকেটারের মিলিত প্রয়াসে ফিরে গেলেন স্মিথ (৪২)। ইংল্যান্ড ৩৪৯-৬।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৮:২৬ key status

আরও একটি রিভিউ নষ্ট ভারতের

প্রসিদ্ধের বলে স্মিথ ব্যাট চালিয়েছিলেন। মনে হয়েছিল ব্যাটে বল লেগেছে। পন্থের জোরাজুরিতে শুভমন রিভিউ নেন। বল ব্যাটে স্পর্শ করেনি। আর একটি রিভিউ নষ্ট হল ভারতের।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৮:২১ key status

দ্বিতীয় সেশনের খেলা শুরু

এই সেশনে অন্তত তিন-চারটি উইকেট চাই ভারতের। পাশাপাশি রানের গতি কমানোর দিকেও খেয়াল রাখতে হবে।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৭:৩৫ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ৩২৭/৫

ভারতের মিডল এবং লোয়ার অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়লেও লড়াই করে যাচ্ছে ইংল্যান্ড। ক্রিজ়‌ে রয়েছেন ব্রুক ৫৭ এবং স্মিথ ২৭ রানে।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৭:১৪ key status

এ বার পন্থ

ভারতের খারাপ ফিল্ডিং কমার কোনও নামগন্ধ নেই। এ বার জাডেজার বলে ব্রুকের ক্যাচ ফেলে দিলেন পন্থ। রিপ্লে-তে দেখা গেল বল তাঁর ব্যাটে লেগেছিল।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৭:০২ key status

বেঁচে গেলেন স্মিথ

শার্দূলের ফুলটস বল মিস্ করেছিলেন স্মিথ। আম্পায়ার আউট দিতেই রিভিউ নেন স্মিথ। দেখা যায় বল লেগস্টাম্পের বাইরে যাচ্ছে। এগিয়ে এসে খেলার কারণে এ যাত্রা বেঁচে গেলেন স্মিথ।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৬:৪৭ key status

স্টোকস আউট

অবশেষে উইকেট পেলেন সিরাজ। ফিরে গেলেন স্টোকস। খোঁচা দিয়েছিলেন ইংরেজ অধিনায়ক। ক্যাচ ধরলেন পন্থ। সিরাজের উল্লাসই বলে দিল এই উইকেট কতটা দরকার ছিল ভারতের।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৬:৪২ key status

উইকেট ফেলতে পারছে না ভারত

পোপকে ফেরালেও আর উইকেট পাচ্ছে না ভারত। সবচেয়ে বেশি মার খাচ্ছেন প্রসিদ্ধ। প্রভাব ফেলতে পারছেন না সিরাজও। অনায়াসে রান করে যাচ্ছে ইংল্যান্ড।

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৫:৪৪ key status

আউট পোপ

শুরুতেই ধাক্কা দিল ভারত। প্রসিদ্ধ কৃষ্ণ ফিরিয়ে দিলেন অলি পোপকে। খোঁচা দিয়েছিলেন ইংরেজ ওপেনার। ক্যাচ নিলেন পন্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement