মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।
সিলসকে (২২) নিজের বলেই ক্যাচ নিয়ে আউট করলেন কুলদীপ। ইনিংস এবং ১৪০ রানে জয় ভারতের।
জাডেজার বলে সিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট লেইন (১৪)। ওয়েস্ট ইন্ডিজ় ১২২/৯। ভারত এগিয়ে ১৬৪ রানে।
সিরাজের বলে আউট ওয়ারিকান (শূন্য)। ওয়েস্ট ইন্ডিজ় ৯৮/৮।
সিরাজের বলে এলবিডব্লিউ গ্রেভস (২৫)। ওয়েস্ট ইন্ডিজ় ৯৮/৭।
ওয়াশিংটনের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট অ্যাথানাজ় (৩৮)। ওয়েস্ট ইন্ডিজ় ৯২/৬। ভারত এগিয়ে ১৯৪ রানে।
প্রথম টেস্টে জয়ের অপেক্ষায় ভারতীয় দল। ইনিংসে হার বাঁচাতে ওয়েস্ট ইন্ডিজ়ের দরকার আরও ২২১ রান। হাতে রয়েছে ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ় ৬৬/৫। ব্যাট করছেন অ্যাথানাজ় (২৭) এবং গ্রেভেস (১০)। ২২০ রানে এগিয়ে রয়েছেন শুভমনেরা।
জাডেজার বলে স্লিপে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হোপ (১)। ওয়েস্ট ইন্ডিজ় ৪৬/৫। ভারত এগিয়ে ২৪০ রানে।
কুলদীপের বলে আউট চেজ (১)। ওয়েস্ট ইন্ডিজ় ৩৫/৪। ভারত এগিয়ে ২৫১ রানে।
জাডেজার বলে স্লিপে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট কিং (৫)। ওয়েস্ট ইন্ডিজ় ৩৪/৩। ভারত এগিয়ে ২৫২ রানে।
জাডেজার বলে সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে আউট ক্যাম্পবেল (১৪)। ওয়েস্ট ইন্ডিজ় ২৪/২।
দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। সিরাজের বলে নীতীশের হাতে ক্যাচ দিয়ে আউট তেজনারাইন (৮)। স্কোয়ার লেগে দুরন্ত ক্যাচ ধরলেন নীতীশ। ওয়েস্ট ইন্ডিজ় ১২/১।
তৃতীয় দিন আর ব্যাট করতে নামল না ভারত। ৫ উইকেটে ৪৪৮ রান করে দ্বিতীয় দিনের শেষে। সেই ২৮৬ রানে এগিয়ে থেকেই ওয়েস্ট ইন্ডিজ়কে ব্যাট করতে নামালেন শুভমনেরা।