India Vs South Africa 2025

জানসেনের ৬ উইকেটে ২০১ রানে অল আউট ভারত, তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ৩১৪ রানে

প্রথম ইনিংসে ৪৮৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতকে সমস্যায় ফেলেছেন প্রতিপক্ষের নীচের সারির ব্যাটারেরা। সেই একই পিচে প্রথম ইনিংসে ব্যর্থ ভারতের ব্যাটিং।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৮:৫৬
Share:

ঋষভ পন্থ (বাঁ দিকে) আউট হওয়ার পর উল্লাস দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৬:০১ key status

তৃতীয় দিনের খেলা শেষ

ভারতের থেকে ৩১৪ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৫:৩৪ key status

দ্বিতীয় ইনিংস শুরু দক্ষিণ আফ্রিকার

ক্রিজ়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার রায়ান রিকেলটন ও এডেন মার্করাম। নতুন বল সামলে খেলার চেষ্টা করছেন তাঁরা। 

Advertisement
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৫:১৬ key status

ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা

২৮৮ রানে এগিয়ে থাকার পরেও ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, আবার ব্যাট করবেন টেম্বা বাভুমারা। চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে সেই ভারতকেই।

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৫:১৫ key status

জানসেনের ৬ উইকেটে অল আউট ভারত

২০১ রানে অল আউট হয়ে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনে নিলেন ৬ উইকেট। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৫:০০ key status

আউট কুলদীপ

চলতি সিরিজ়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেললেন কুলদীপ যাদব। লড়াই করলেন তিনি। অবশেষে ১৩৪ বল খেলে ১৯ রান করে আউট হলেন তিনি। ১৯৪ রানে ভারতের নবম উইকেট পড়ল।  

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৪:৪৩ key status

ভাঙল ৭২ রানের জুটি

অনেক লড়াই করলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু অবশেষে ৪৮ রান করে আউট হলেন তিনি। ১৯৪ রানে ভারতের অষ্টম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৩:২৬ key status

মধ্যাহ্নভোজে ভারত ১৭৪/৭

ওয়াশিংটন সুন্দর ৩৩ ও কুলদীপ যাদব ১৪ রানে খেলছেন। দু’জনের মধ্যে ৫২ রানের জুটি হয়েছে। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৩:০৩ key status

ফলো-অন বাঁচাতে লড়ছেন কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর

অষ্টম উইকেটে জুটি বেঁধেছেন দু’জনে। ফলো-অন বাঁচাতে লড়ছেন তাঁরা। কিন্তু এখনও অনেকটা পিছিয়ে ভারত। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১১:৫৯ key status

আউট রবীন্দ্র জাডেজা

বল ছাড়ার ন্যুনতম নিয়মও কি জানেন না রবীন্দ্র জাডেজা? যে ভাবে ব্যাট উপরের দিকে রেখে তিনি বল ছাড়তে গেলেন তা দেখলে সুনীল গাওস্করের মতো ব্যাটার রেগে যাবেন। বল তাঁর কাঁধে লেগে তার পর ব্যাটে লেগে হাওয়ায় উঠল। ৬ রানে আউট হলেন জাডেজা। ১২২ রানে ভারতের সপ্তম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১১:৫৪ key status

মার্করামের দুর্দান্ত ক্যাচে আউট নীতীশ রেড্ডি

ব্যর্থ নীতীশ কুমার রেড্ডিও। মার্কো জানসেনের বলের বাউন্স সামলাতে পারেননি তিনি। তৃতীয় স্লিপে থাকা এডেন মার্করাম ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ ধরেন। ১১৯ রানে ভারতের ষষ্ঠ উইকেট পড়ল। ব্যাটিং উইকেটেও ব্যাট করতে পারছেন না ভারতীয় ব্যাটারেরা। ফলো-অনের আশঙ্কা দেখা দিয়েছে। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১১:৩২ key status

অধিনায়ক পন্থও উইকেট ছুড়ে দিয়ে এলেন

টেস্ট ম্যাচ খেলছেন, ভুলেই গিয়েছেন ভারতীয় ব্যাটারেরা। সাই সুদর্শন, ধ্রুব জুরেলের পর ঋষভ পন্থও উইকেট ছুড়ে দিয়ে এলেন। সবে তিন দিনের খেলা চলছে, সেটা কি মাথায় নেই পন্থদের? মার্কো জানসেনের বলে যে ভাবে ক্রিজ় ছেড়ে বেরিয়ে ব্যাট চালাতে গিয়ে পন্থ আউট হলেন, তার সমালোচনা হবেই। ১০৫ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১০:৫৯ key status

উইকেট ছুড়ে দিলেন ধ্রুব জুরেলও

ভারতীয় ব্যাটারদের মধ্যে উইকেট ছুড়ে দেওয়ার প্রতিযোগিতা চলছে। সুদর্শনের পর খারাপ শট খেলে আউট হলেন ধ্রুব জুরেল। মার্কো জানসেনের বাউন্সারে অকারণে বড় শট খেলার চেষ্টা করলেন তিনি। শূন্য রানে ফিরলেন জুরেল। ১০২ রানে ভারত চতুর্থ উইকেট হারাল। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১০:৫৬ key status

ঋষভ পন্থের ছক্কায় ১০০ পার ভারতের

ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই ছক্কা মারলেন অধিনায়ক পন্থ। সেই ছক্কায় ১০০ রান পার ভারতের। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১০:৫৬ key status

আউট সাই সুদর্শন

আরও একটি সুযোগ নষ্ট করলেন সুদর্শন। সাইমন হারমারের খারাপ বলে দায়িত্বজ্ঞানহীন শট খেললেন তিনি। ১৫ রানের মাথায় উইকেট ছুড়ে দিলেন তিনি। এক ওভারে জোড়া ধাক্কা দিলেন সাইমন হারমার। ৯৬ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১০:৪২ key status

ভারতের দুই ওপেনার সাজঘরে

রাহুলের পর আউট হলেন যশস্বী। অর্ধশতরান করে খেলছিলেন তিনি। ভাল দেখাচ্ছিল তাঁকে। কিন্তু সাইমন হারমারের বলের বাউন্স সামলাতে না পেরে ক্যাচ দিয়ে ফিরলেন যশস্বী। ৫৮ রানে আউট হলেন তিনি। ৯৫ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ল। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১০:২৮ key status

যশস্বীর অর্ধশতরান

প্রথম টেস্টে রান পাননি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল। গুয়াহাটিতে তৃতীয় দিন রাহুল আউট হলেও যশস্বীর ব্যাট ভরসা জোগাচ্ছে ভারতকে। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১০:০৪ key status

আউট লোকেশ রাহুল

ভাল খেলছিলেন রাহুল। কিন্তু স্পিনারেরা আক্রমণে আসতেই সমস্যায় পড়লেন। কেশব মহারাজের বল পিচে পড়ে ঘুরল। রাহুল সামনের পায়ে ডিফেন্স করতে গিয়ে খোঁচা দিলেন স্লিপে। ২২ রান করে আউট হলেন তিনি। ৬৫ রানে ভারতের প্রথম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৯:৫৪ key status

ওপেনিং জুটিতে ৫০ পার ভারতের

দলকে ভাল শুরু দিয়েছেন দুই ওপেনার। ১৯তম ওভারে ৫০ পার হয়েছে ভারতের। যশস্বী জয়সওয়াল ৩৬ ও লোকেশ রাহুল ১৪ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৯:৪১ key status

নতুন বলেই স্পিনারদের আনলেন বাভুমা

নতুন বলেই স্পিনারদের আক্রমণে আনলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বোঝা যাচ্ছে, পেসারদের বল খেলতে তেমন কোনও সমস্যা হচ্ছে না ব্যাটারদের। ফলে স্পিনারদের উপরে ভরসা করছেন বাভুমা।  

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৯:১৬ key status

সাবধানি ব্যাটিং ভারতের দুই ওপেনারের

তাড়াহুড়ো করছেন না যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। সময় নিচ্ছেন তাঁরা। দুই ব্যাটার জানেন, ক্রিজ়ে পড়ে থাকলে রান আসবে। সেই চেষ্টাই করছেন তাঁরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement