আকাশ দীপ। —ফাইল চিত্র।
ওলি পোপ ২৪ ও হ্যারি ব্রুক ১৫ রানে অপরাজিত।
ইংল্যান্ডকে বড় ধাক্কা দিলেন আকাশ দীপ। জো রুটকে বোল্ড করলেন তিনি। ৫০ রানে তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
আবার নতুন বলে ইংল্যান্ডকে ধাক্কা দিলেন আকাশ দীপ। বেন ডাকেটকে ২৫ রানের মাথায় ফেরালেন তিনি। দ্বিতীয় উইকেট পড়ল ইংল্যান্ডের।
ডাকেটের প্যাডে বল লেগেছিল। ভারত রিভিউ নিলেও লাভ হয়নি। বহাল থাকল মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। ডিআরএস নষ্ট করল ভারত।
দ্বিতীয় ইনিংসেও শুরুতে উইকেট হারাল ইংল্যান্ড। জাক ক্রলিকে (০) তুলে নিলেন মহম্মদ সিরাজ। স্লিপে সুদর্শনের হাতে ক্যাচ দিলেন ক্রলি।
৬ উইকেটে ৪২৭ রানে ডিক্লেয়ার করল ভারত। অর্থাৎ, ৬০৭ রানের লিড নিয়েছে তারা। দ্বিতীয় টেস্ট জিততে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৬০৮ রান।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ১ রানে করে আউট হলেন ভারতীয় অলরাউন্ডার।
অবশেষে ১৬১ রান করে আউট হলেন শুভমন গিল। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করলেন তিনি।
প্রথম ইনিংসে ৮৯ রানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন জাডেডা। শুভমনের সঙ্গে শতরানের জুটি বেঁধেছেন তিনি।
চা বিরতির পর আবার ব্য়াট করতে নেমেছেন শুভমন ও জাডেজা। এখন দেখার কত ক্ষণ ব্যাট করে ডিক্লেয়ার দেয় ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে বড় লিড নিয়েছে ভারত। চতুর্থ দিন চা বিরতিতে ভারতের লিড ৪৮৪। শুভমন ১০০ ও জাডেজা ২৫ রানে অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসে ২৬৯ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন শুভমন। তাঁর ব্যাট থামছে না। ভারত অধিনায়ককে আউট করতে হিমশিম খাচ্ছেন ইংরেজ বোলারেরা।
দ্রুত রান করার চেষ্টা করছিলেন পন্থ। আরও একটা বড় শট খেলতে গিয়ে তাঁর হাত থেকে ব্যাট ছিটকে যায়। ফলে ঠিকমতো ব্যাটে-বলে হয়নি। ৬৫ রানের মাথায় ক্যাচ আউট হন তিনি। ২৩৬ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল।
ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে শতরানের জুটি হয়েছে। মাত্র ৯৩ বলে শতরানের জুটি গড়েছেন তাঁরা।
শুভমনের পর অর্ধশতরান করলেন ঋষভ পন্থও। ৪৮ বলে অর্ধশতরান করলেন ভারতের সহ-অধিনায়ক।
শুভমনের ব্যাট থামছে না। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন তিনি। ৫৮ বলে এল তাঁর অর্ধশতরান। দ্বিতীয় সেশনে আক্রমণাত্মক ব্য়াট করছেন ভারত অধিনায়ক।
মধ্যাহ্নভোজের বিরতির আগে ধীরে খেলছিলেন শুভমন। কিন্তু বিরতির পর হাত খোলা শুরু করেছেন তিনিও। জশ টংয়ের এক ওভারে একটা ছক্কা ও দুটো চার মেরেছেন ভারত অধিনায়ক।
মধ্যাহ্নভোজের বিরতির পরেও একই মেজাজে ব্যাটিং শুরু পন্থের। প্রথম বলেই চার মারলেন তিনি।
শুভমন গিল ২৪ ও ঋষভ পন্থ ৪১ রানে খেলছেন। ইংল্যান্ডের থেকে ৩৫৭ রানে এগিয়ে রয়েছে ভারত।