India VS England Test Series

লক্ষ্য ৬০৮ রান, আকাশ দীপের জোড়া উইকেটে এজবাস্টনে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড ৭২/৩

এজবাস্টনে নজির শুভমন গিলের। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন তিনি। তাঁকে থামাতে পারছেন না ইংল্যান্ডের বোলারেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৫:৩০
Share:

আকাশ দীপ। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২৩:০৯ key status

চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড ৭২/৩

ওলি পোপ ২৪ ও হ্যারি ব্রুক ১৫ রানে অপরাজিত। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২২:৪১ key status

আউট জো রুট

ইংল্যান্ডকে বড় ধাক্কা দিলেন আকাশ দীপ। জো রুটকে বোল্ড করলেন তিনি। ৫০ রানে তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড। 

Advertisement
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২২:০৭ key status

আউট বেন ডাকেট

আবার নতুন বলে ইংল্যান্ডকে ধাক্কা দিলেন আকাশ দীপ। বেন ডাকেটকে ২৫ রানের মাথায় ফেরালেন তিনি। দ্বিতীয় উইকেট পড়ল ইংল্যান্ডের। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২১:৫৫ key status

ডিআরএস নষ্ট করল ভারত

ডাকেটের প্যাডে বল লেগেছিল। ভারত রিভিউ নিলেও লাভ হয়নি। বহাল থাকল মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। ডিআরএস নষ্ট করল ভারত।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২১:৫১ key status

ফিরলেন ক্রলি

দ্বিতীয় ইনিংসেও শুরুতে উইকেট হারাল ইংল্যান্ড। জাক ক্রলিকে (০) তুলে নিলেন মহম্মদ সিরাজ। স্লিপে সুদর্শনের হাতে ক্যাচ দিলেন ক্রলি।

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২১:৩২ key status

ডিক্লেয়ার ভারতের

৬ উইকেটে ৪২৭ রানে ডিক্লেয়ার করল ভারত। অর্থাৎ, ৬০৭ রানের লিড নিয়েছে তারা। দ্বিতীয় টেস্ট জিততে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৬০৮ রান। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২১:২৪ key status

আউট নীতীশ রেড্ডি

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ১ রানে করে আউট হলেন ভারতীয়  অলরাউন্ডার। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২১:২১ key status

আউট শুভমন

অবশেষে ১৬১ রান করে আউট হলেন শুভমন গিল। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করলেন তিনি। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২১:০২ key status

অর্ধশতরান জাডেজার

প্রথম ইনিংসে ৮৯ রানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন জাডেডা। শুভমনের সঙ্গে শতরানের জুটি বেঁধেছেন তিনি। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২০:৩৫ key status

চা বিরতির পর শুরু খেলা

চা বিরতির পর আবার ব্য়াট করতে নেমেছেন শুভমন ও জাডেজা। এখন দেখার কত ক্ষণ ব্যাট করে ডিক্লেয়ার দেয় ভারত। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২০:১৩ key status

চা বিরতিতে ভারতের লিড ৪৮৪

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় লিড নিয়েছে ভারত। চতুর্থ দিন চা বিরতিতে ভারতের লিড ৪৮৪। শুভমন ১০০ ও জাডেজা ২৫ রানে অপরাজিত রয়েছেন। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২০:০৬ key status

শতরান শুভমনের

প্রথম ইনিংসে ২৬৯ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন শুভমন। তাঁর ব্যাট থামছে না। ভারত অধিনায়ককে আউট করতে হিমশিম খাচ্ছেন ইংরেজ বোলারেরা।

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৮:৫১ key status

আউট পন্থ

দ্রুত রান করার চেষ্টা করছিলেন পন্থ। আরও একটা বড় শট খেলতে গিয়ে তাঁর হাত থেকে ব্যাট ছিটকে যায়। ফলে ঠিকমতো ব্যাটে-বলে হয়নি। ৬৫ রানের মাথায় ক্যাচ আউট হন তিনি। ২৩৬ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৮:৪১ key status

শতরানের জুটি শুভমন-পন্থের

ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে শতরানের জুটি হয়েছে। মাত্র ৯৩ বলে শতরানের জুটি গড়েছেন তাঁরা। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৮:৩৭ key status

অর্ধশতরান পন্থেরও

শুভমনের পর অর্ধশতরান করলেন ঋষভ পন্থও। ৪৮ বলে অর্ধশতরান করলেন ভারতের সহ-অধিনায়ক। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৮:৩০ key status

অর্ধশতরান শুভমনের

শুভমনের ব্যাট থামছে না। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন তিনি। ৫৮ বলে এল তাঁর অর্ধশতরান। দ্বিতীয় সেশনে আক্রমণাত্মক ব্য়াট করছেন ভারত অধিনায়ক।

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৮:২০ key status

হাত খোলা শুরু শুভমনেরও

মধ্যাহ্নভোজের বিরতির আগে ধীরে খেলছিলেন শুভমন। কিন্তু বিরতির পর হাত খোলা শুরু করেছেন তিনিও। জশ ট‌ংয়ের এক ওভারে একটা ছক্কা ও দুটো চার মেরেছেন ভারত অধিনায়ক। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৮:১৫ key status

চার মেরে শুরু পন্থের

মধ্যাহ্নভোজের বিরতির পরেও একই মেজাজে ব্যাটিং শুরু পন্থের। প্রথম বলেই চার মারলেন তিনি। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৭:৩২ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ১৭৭/৩

শুভমন গিল ২৪ ও ঋষভ পন্থ ৪১ রানে খেলছেন। ইংল্যান্ডের থেকে ৩৫৭ রানে এগিয়ে রয়েছে ভারত। 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৭:০৭ key status

পন্থের আক্রমণাত্মক ব্যাটিং

শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করছেন পন্থ। পেসারদের বিরুদ্ধে ক্রিজ় ছেড়ে বেরিয়ে বড় শট খেলছেন। দেখে মনে হচ্ছে, লিড দ্রুত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement