মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।
কম আলোক জন্য ৮১.৫ ওভারের পরই দিনের খেলা শেষ করলেন আম্পায়ারেরা। দক্ষিণ আফ্রিকা ২৪৭/৬।
সিরাজের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট জ়োরজ়ি (২৮)। দক্ষিণ আফ্রিকা ২৪৬/৭।
কুলদীপের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট মুল্ডার (১৩)। দক্ষিণ আফ্রিকা ২০১/৫।
কুলদীপের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট স্টাবস (৪৯)। দক্ষিণ আফ্রিকা ১৮৭/৪।
জাডেজার বলে মিড অফে বাভুমার (৪১) ক্যাচ ধরলেন যশস্বী। দক্ষিণ আফ্রিকা ১৬৬/৩।
ব্যাট করছেন স্টাবস (৩২) এবং বাভুমা (৩৬)। দক্ষিণ আফ্রিকা ১৫৬/২।
কুলদীপের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট রিকেলটন (৩৫)। দক্ষিণ আফ্রিকা ৮২/২।
প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। মার্করামকে (৩৮) বোল্ড করলেন বুমরাহ। দক্ষিণ আফ্রিকা ৮২/১। গুয়াহাটিতে চা বিরতি।
বুমরাহের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন মার্করাম। ক্যাচ ধরতে পারলেন না রাহুল।
এই প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে গুয়াহাটির বরষাপাড়া স্টেডিয়ামে। মুম্বই থেকে লাল মাটি নিয়ে এসে তৈরি করা হয়েছে পিচ। খুব হালকা ঘাস রয়েছে ২২ গজে। ভাল বাউন্স পাচ্ছেন বুমরাহ, সিরাজেরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংস শুরু করছেন মার্করাম এবং রিকেলটন।