India vs Australia 2025

হার দিয়ে শুরু শুভমনদের, পার্‌থে জিতে এক দিনের সিরিজ়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

সাত মাস পর এক দিনের ক্রিকেট খেলছে ভারতীয় দল। নেতৃত্বে নতুন অধিনায়ক শুভমন গিল। প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৮:৩১
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৩ key status

প্রথম এক দিনের ম্যাচে হার ভারতের

এক দিনের ক্রিকেটে অধিনায়ক হিসাবে হার দিয়ে শুরু করলেন শুভমন। প্রথম এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারল ভারত। ২৯ বল বাকি থাকতে জয়ের জন্য ১৩১ রান তুলে নিলেন মার্শেরা। মার্শ ৪৬ এবং রেনশ ২১ রানে অপরাজিত থাকলেন।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:৩৪ key status

২০ ওভারে অস্ট্রেলিয়া ১২১/৩

ব্যাট করছেন মার্শ (৪৫) এবং রেনশ (১৩)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার ৩৬ বলে ১০ রান চাই।

Advertisement
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:২১ key status

১৭ ওভারে অস্ট্রেলিয়া ১০২/৩

ব্যাট করছেন মার্শ (৩৮) এবং রেনশ (২)। জয়ের জন্য ৫৪ বলে ২৯ রান চাই অস্ট্রেলিয়ার।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:১৫ key status

আউট ফিলিপ

ওয়াশিংটনের বলে অর্শদীপের হাতে ক্যাচ দিয়ে আউট ফিলিপ (৩৭)। অস্ট্রেলিয়া ৯৯/৩। জয়ের জন্য ৬৪ বলে ৩২ রান চাই মার্শদের।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:৫৭ key status

১২ ওভারে অস্ট্রেলিয়া ৬৭/২

ব্যাট করছেন মার্শ (৩৩) এবং ফিলিপ (১৪)। জয়ের জন্য ৮৪ বলে ৬৪ রান চাই অস্ট্রেলিয়ার।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:৪৪ key status

আউট শর্ট

অক্ষরের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে আউট শর্ট (৮)। অস্ট্রেলিয়া ৪৪/২।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:০৮ key status

আউট হেড

অর্শদীপের বলে ছক্কা মারতে গিয়ে আউট হেড (৮)। ক্যাচ নিলেন হর্ষিত। অস্ট্রেলিয়া ১০/১।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:০৬ key status

আগ্রাসী শুরু অস্ট্রেলিয়ার

ওপেন করতে নেমেছেন হেড এবং মার্শ

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৪:৪৭ key status

শেষ ভারতের ইনিংস

৯ উইকেটে ১৩৬ রানে শেষ ভারতের ইনিংস। অপরাজিত থাকলেন নীতীশ (১৯) এবং সিরাজ (০)।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৪:৪১ key status

পর পর উইকেট পড়ছে

পর পর আউট রাহুল (৩৮), হর্ষিত (১)। ২৫ ওভারে ভারত ১২৩/৮। শেষ ওভারে কত রান তুলবে ভারত?

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৪:৩৩ key status

আউট ওয়াশিংটন

কুহেনম্যানের বলে বোল্ড ওয়াশিংটন (১০)। ভারত ১১৫/৬।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৪:১৬ key status

আউট অক্ষর

কুহেম্যানের বলে লং অনে রেনশর হাতে ক্যাচ দিয়ে আউট অক্ষর (৩১)। ছক্কা মারতে গিয়ে আউট হলেন ভারতীয় অলরাউন্ডার। ভারত ২০ ওভারে ৮৪/৫।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৪:০১ key status

৯.২ ওভার ব্যাট করবে ভারত

ভারতের ইনিংসের ১৬.৪ ওভার হয়ে গিয়েছে। বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমে ২৬ হওয়ায় আর ৯.২ ওভার ব্যাট করার সুযোগ পাবে ভারতীয় দল।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৩:৫০ key status

চতুর্থ বার কমল ম্যাচের ওভার সংখ্যা

২৬ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত আম্পায়ারদের। ভারতীয় সময় দুপুর ২টোয় আবার শুরু হবে খেলা।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৩:১০ key status

আবার বৃষ্টি শুরু

বৃষ্টির জন্য চতুর্থ বার বন্ধ হল ভারত-অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচের খেলা। কিছু ক্ষণ অন্তর অন্তর নামছে বৃষ্টি। বিরক্তি বাড়ছে ক্রিকেটার, ক্রিকেটপ্রেমীদের। ভারত ১৬.৪ ওভারে ৫২/৪।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১২:৫২ key status

আরও কমল ওভারের সংখ্যা

৩২ ওভার করে ব্যাট করবে দু’দল। ৫ মিনিট পর খেলা শুরুর সিদ্ধান্ত আম্পায়ারদের।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১২:৩৫ key status

আবার বৃষ্টি শুরু

বৃষ্টির জন্য তৃতীয় বার বন্ধ হল ভারত-অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচ। ১৪.২ ওভারে ভারত ৪৬/৪। ২২ গজে রয়েছেন অক্ষর (১১) এবং রাহুল (০)। ২০ রানে ২ উইকেট হেজ়লউডের।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১২:২৮ key status

আউট শ্রেয়স

হেজ়লউডের বলে ফিলিপের হাতে ক্যাচ দিয়ে আউট শ্রেয়স (১১)। ভারত ৪৫/৪। প্রথম এক দিনের ম্যাচে চাপে শুভমনের দল। ৩৫ ওভার ব্যাট করতে পারবে ভারত? আলোচনা শুরু আনন্দবাজার ডট কম-এর দফতরে।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১২:১০ key status

খেলা শুরু হবে ১২.২০ মিনিটে

ভারতের সময় দুপুর ২.২০ মিনিটে আবার খেলা শুরু হবে। ৩৫ ওভার করে ব্যাট করবে দু’দল। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় দ্বিতীয় বার কমিয়ে দেওয়া হল ওভারের সংখ্যা।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১১:১১ key status

১ ঘণ্টা বন্ধ রয়েছে খেলা

বৃষ্টির জন্য দ্বিতীয় দফায় ১ ঘণ্টা বন্ধ রয়েছে খেলা। বৃষ্টি থামলেও পার্‌থের মাঠ ভিজে রয়েছে। আম্পায়ারেরা পরিদর্শন করছেন। আরও কমতে পারে ম্যাচের ওভার সংখ্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement