শুভমন গিল। —ফাইল চিত্র।
এক দিনের ক্রিকেটে অধিনায়ক হিসাবে হার দিয়ে শুরু করলেন শুভমন। প্রথম এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারল ভারত। ২৯ বল বাকি থাকতে জয়ের জন্য ১৩১ রান তুলে নিলেন মার্শেরা। মার্শ ৪৬ এবং রেনশ ২১ রানে অপরাজিত থাকলেন।
ব্যাট করছেন মার্শ (৪৫) এবং রেনশ (১৩)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার ৩৬ বলে ১০ রান চাই।
ব্যাট করছেন মার্শ (৩৮) এবং রেনশ (২)। জয়ের জন্য ৫৪ বলে ২৯ রান চাই অস্ট্রেলিয়ার।
ওয়াশিংটনের বলে অর্শদীপের হাতে ক্যাচ দিয়ে আউট ফিলিপ (৩৭)। অস্ট্রেলিয়া ৯৯/৩। জয়ের জন্য ৬৪ বলে ৩২ রান চাই মার্শদের।
ব্যাট করছেন মার্শ (৩৩) এবং ফিলিপ (১৪)। জয়ের জন্য ৮৪ বলে ৬৪ রান চাই অস্ট্রেলিয়ার।
অক্ষরের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে আউট শর্ট (৮)। অস্ট্রেলিয়া ৪৪/২।
অর্শদীপের বলে ছক্কা মারতে গিয়ে আউট হেড (৮)। ক্যাচ নিলেন হর্ষিত। অস্ট্রেলিয়া ১০/১।
৯ উইকেটে ১৩৬ রানে শেষ ভারতের ইনিংস। অপরাজিত থাকলেন নীতীশ (১৯) এবং সিরাজ (০)।
পর পর আউট রাহুল (৩৮), হর্ষিত (১)। ২৫ ওভারে ভারত ১২৩/৮। শেষ ওভারে কত রান তুলবে ভারত?
কুহেম্যানের বলে লং অনে রেনশর হাতে ক্যাচ দিয়ে আউট অক্ষর (৩১)। ছক্কা মারতে গিয়ে আউট হলেন ভারতীয় অলরাউন্ডার। ভারত ২০ ওভারে ৮৪/৫।
ভারতের ইনিংসের ১৬.৪ ওভার হয়ে গিয়েছে। বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমে ২৬ হওয়ায় আর ৯.২ ওভার ব্যাট করার সুযোগ পাবে ভারতীয় দল।
২৬ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত আম্পায়ারদের। ভারতীয় সময় দুপুর ২টোয় আবার শুরু হবে খেলা।
বৃষ্টির জন্য চতুর্থ বার বন্ধ হল ভারত-অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচের খেলা। কিছু ক্ষণ অন্তর অন্তর নামছে বৃষ্টি। বিরক্তি বাড়ছে ক্রিকেটার, ক্রিকেটপ্রেমীদের। ভারত ১৬.৪ ওভারে ৫২/৪।
৩২ ওভার করে ব্যাট করবে দু’দল। ৫ মিনিট পর খেলা শুরুর সিদ্ধান্ত আম্পায়ারদের।
বৃষ্টির জন্য তৃতীয় বার বন্ধ হল ভারত-অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচ। ১৪.২ ওভারে ভারত ৪৬/৪। ২২ গজে রয়েছেন অক্ষর (১১) এবং রাহুল (০)। ২০ রানে ২ উইকেট হেজ়লউডের।
হেজ়লউডের বলে ফিলিপের হাতে ক্যাচ দিয়ে আউট শ্রেয়স (১১)। ভারত ৪৫/৪। প্রথম এক দিনের ম্যাচে চাপে শুভমনের দল। ৩৫ ওভার ব্যাট করতে পারবে ভারত? আলোচনা শুরু আনন্দবাজার ডট কম-এর দফতরে।
ভারতের সময় দুপুর ২.২০ মিনিটে আবার খেলা শুরু হবে। ৩৫ ওভার করে ব্যাট করবে দু’দল। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় দ্বিতীয় বার কমিয়ে দেওয়া হল ওভারের সংখ্যা।