মার্কো জানসেন। ছবি: পিটিআই।
২২ গজে রয়েছেন যশস্বী (৭) এবং রাহুল (২)। ভারত ৯/০।
৯৩ রানে আউট জানসেন। বোল্ড হলেন কুলদীপের বলে। ৪৮৯ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ১২ রানে অপরাজিত থাকলেন মহারাজ। ১১৫ রানে ৪ উইকেট কুলদীপের।
সিরাজের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট মুথুস্বামী (১০৯)। দক্ষিণ আফ্রিকা ৪৩১/৮।
ব্যাট করছেন মুথুস্বামী (১০৭) এবং জানসেন (৫১)। অবিচ্ছিন্ন জুটিতে ৯৪ রান। দক্ষিণ আফ্রিকা ৪২৮/৭।
দ্বিতীয় টেস্টে শতরান মুথুস্বামীর। টেস্টে প্রথম শতরান করলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।
প্রথম ইনিংসে বড় রানের পথে দক্ষিণ আফ্রিকা। ৪০০ রান পেরিয়ে গেলেন বাভুমারা। ২২ গজে রয়েছেন মুথুস্বামী (৮৬) এবং জানসেন (৪৮)।
ভেরেনকে (৪৫) আউটকে ৮৮ রানের জুটি ভাঙলেন জাডেজা। ভেরেনকে স্টাম্পড করলেন পন্থ। দক্ষিণ আফ্রিকা ৩৩৪/৭।
পন্থের রক্ষণাত্মক ফিল্ডিং সাজানো নিয়ে প্রশ্ন। অনিল কুম্বলের বক্তব্য, দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ফিল্ডিং সাজানো উচিত ছিল। শেষ ওভারে সিলি পয়েন্ট, ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডার আনলেও লাভ হয়নি।
দিনের প্রথম দু’ঘন্টায় উইকেটহীন ভারত। দক্ষিণ আফ্রিকা ৩১৬/৬। ব্যাট করছেন মুথুস্বামী (৫৬) এবং ভেরেন (৩৮)।
উইকেট তুলতে পারছেন না ভারতীয় বোলারেরা। গুয়াহাটি টেস্টে ১০০ ওভার ব্যাট করে ফেলল দক্ষিণ আফ্রিকা। ২২ গজে রয়েছেন মুথস্বামী (৪৪) এবং ভেরেন (২৬)। দক্ষিণ আফ্রিকা ২৯৪/৬।
দ্বিতীয় দিনের প্রথম এক ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার উইকেট ফেলতে পারলেন না বুমরাহ সিরাজেরা। ব্যাট করছেন মুথুস্বামী (৩৯) এবং ভেরেন (১৪)। দক্ষিণ আফ্রিকা ২৭৫/৬।