রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। সিডনিতে শতরানের জুটি দুই ভারতীয় ক্রিকেটারের। ছবি: এক্স।
রোহিত-কোহলির জুটিতে জয় ভারতের। সিরিজ় হারলেও শেষ ম্য়াচে জ্বলে উঠলেন ভারতের দুই সিনিয়র ব্যাটার।
আগের ম্যাচে হাতছাড়া হয়েছিল। সিডনিতে শতরান করলেন রোহিত শর্মা। ইনিংসে ১১ চার ও দু’টি ছক্কা মেরেছেন তিনি। ২৫৮ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন তিনি। শেষ চলতি বছর ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে নিজের ৩৩তম শতরান করলেন তিনি।
সিডনিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে শতরানের জুটি হয়েছে। এক দিনের ক্রিকেটে এটি তাঁদের ১৯তম শতরানের জুটি। দুই ক্রিকেটার দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
রোহিতের পর কোহলিও অর্ধশতরান করলেন। ৫৬ বলে ৫০ পূর্ণ হল তাঁর।
পর পর দু’টি ম্যাচে অর্ধশতরান করলেন রোহিত। ভারত ১১৯/১।
ক্রিজ়ে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ৩৪ রানের জুটি গড়েছেন দুই ব্যাটার। তাঁদের ব্যাটে ১০০ পার হয়েছে ভারতের।
চলতি সিরিজ়ে প্রথম রান করলেন বিরাট কোহলি। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। সিডনিতে দৌড়ে প্রথম রান নেওয়ার পর উল্লাস করতে দেখা গেল কোহলিকে। বোঝা গেল, এই রানের পর কতটা চাপ কমেছে তাঁর।
ভাল খেলছিলেন শুভমন গিল। কিন্তু জশ হেজ়লউডের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হলেন তিনি। ২৪ রানে আউট ভারত অধিনায়ক। ৬৯ রানে প্রথম উইকেট পড়ল ভারতের।
রোহিত ৩১ ও শুভমন ২৪ রানে খেলছেন।
নবম ওভারে ৫০ পার হল ভারতের। বেশির ভাগ রানই করেছেন রোহিত। শুভমন তাঁকে সঙ্গ দিচ্ছেন।
আগের ম্যাচে রান পাওয়ায় এই ম্যাচে রোহিতের আত্মবিশ্বাস শুরু থেকেই দেখা যাচ্ছে। হাত খুলে খেলছেন তিনি। প্রতি ওভারে বড় শট আসছে।
হর্ষিত রানা ৪ উইকেট নিলেন। শেষ দিকে পর পর উইকেট হারিয়ে ৪৬.৪ ওভারে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। সিডনিতে ম্যাচ জিততে ভারতের সামনে লক্ষ্য ২৩৭ রান।
হর্ষিতের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন কুপার কোনোলি। ২৩ রান করে ফিরলেন তিনি। ২৩৬ রানে নবম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
প্রসিদ্ধের বলে তিনটি চার মারেন নেথান এলিস। মারতে গিয়ে আউটও হলেন তিনি। ২২৩ রানে অষ্টম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। এলিস করলেন ১৬ রান।
কুলদীপের বলে ২ রান করে আউট মিচেল স্টার্ক। ২০১ রানে অস্ট্রেলিয়ার সপ্তম উইকেট পড়ল। পুরো ৫০ ওভার খেলা কঠিন হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়াকে আবার ধাক্কা দিলেন হর্ষিত রানা। তাঁর বলে ১ রান করে ফিরলেন মিচেল ওয়েন। স্লিপে ক্যাচ ধরলেন রোহিত শর্মা। ১৯৬ রানে ষষ্ঠ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।
অর্ধশতরান করে আউট হলেন ম্য়াট রেনশ। ওয়াশিংটন সুন্দরের বলে ৫৬ রান করে আউট হলেন তিনি। ১৯৫ রানে পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
ক্যারের ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন শ্রেয়স আয়ার। সাজঘরে ফিরে গিয়েছেন তিনি।
হর্ষিতের বলে আউট ক্যারে (২৪)। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পিছনে দৌড়ে ভাল ক্যাচ ধরলেন শ্রেয়স। অস্ট্রেলিয়া ১৮৩/৪।