ওয়াশিংটন সুন্দর। ছবি: পিটিআই।
মহারাজের বলে ছক্কা মারতে গিয়ে আউট অক্ষর (২৬)। দুরন্ত ক্যাচ ধরলেন বাভুমা। ভারত ৯৩/৮। দরকার আরও ৩১।
কুলদীপকে (১) এলবিডব্লিউ করলেন হারমার। ভারত ৭৭/৭। জয়ের জন্য চাই আরও ৪৭ রান।
মার্করামের বলে হারমারের হাতে ক্যাচ দিয়ে আউট ওয়াশিংটন (৩১)। ভারত ৭২/৬।
তৃতীয় উইকেট হারমারের। এলবিডব্লিউ জাডেজা (১৮)। ভারত ৬৪/৫। জয়ের জন্য প্রয়োজন আরও ৬০ রান।
৪ উইকেট হারিয়ে ৫১ রান ভারতের। ২২ গজে রয়েছেন ওয়াশিংটন (২২) এবং জাডেজা (১২)। ইডেনে জয়ের জন্য চাই আরও ৭৩ রান।
হারমারের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট পন্থ (২)। ভারত ৩৮/৪।
হারমারের বলে বড় শট নিয়ে গিয়ে আউট জুরেল (১৩)। ক্যাচ দিলেন বসের হাতে। ভারত ৩৩/৩।
জয়ের জন্য ভারতের চাই আরও ১১৪ রান, দক্ষিণ আফ্রিকার ৭ উইকেট।
ব্যাট করছেন ওয়াশিংটন (৫) এবং জুরেল (৪)। ভারত ১০/২
ইডেন টেস্টে আর খেলতে পারবেন না শুভমন। ফলে এক জন কম ব্যাটার নিয়ে রান তাড়া করতে হবে ভারতকে। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেট নিতে হবে।
জানসেনের বলে ভেরেনের হাতে ক্যাচ দিয়ে আউট রাহুল (১)। ভারত ১/২।
জানসেনের বলে ভেরেনের হাতে ক্যাচ দিয়ে আউট যশস্বী (০)। রান হওয়ার আগেই উইকেট হারাল ভারত।
সিরাজের বলে এলবিডব্লিউ মহারাজ (০)। বাভুমা ৫৫ রানে অপরাজিত থাকলেন। ১৫৩ রানে শেষ দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ভারতের জয়ের লক্ষ্য ১২৪।
সিরাজের বলে বোল্ড হারমার (৭)। দক্ষিণ আফ্রিকা ১৫৩/৯। বাভুমা অপরাজিত ৫৫।
ইডেন টেস্টে প্রথম অর্ধশতরান এল বাভুমার ব্যাট থেকে। ১২৩ বলে ৫০ রান পূর্ণ করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা ১৪২/৮।
ইডেন টেস্টে ভারতের থেকে ১০০ রানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বাভুমা (৪২) এবং বস (২৩) অষ্টম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে তুলেছেন ৩৯ রান। দক্ষিণ আফ্রিকা ১৩০/৭।