India vs South Africa 2025

৯৩ রানে শেষ! জঘন‍্য পিচে হারল ভারত, হারল ক্রিকেট, ইডেনে তিন দিনে দক্ষিণ আফ্রিকা জিতল ৩০ রানে

জঘন‍্য পিচে হারল ভারত, হারল ক্রিকেট! ইডেনে তিন দিনে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হার, সিরিজে পিছিয়ে পড়ল ভারত

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ০৯:৩০
Share:

ওয়াশিংটন সুন্দর। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৪:২৪ key status

আউট বুমরাহ

ইডেনে ৩০ রানে হেরে গেল ভারত। ইনিংস শেষ হল ৯৩ রানে।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৪:১০ key status

আউট অক্ষর

মহারাজের বলে ছক্কা মারতে গিয়ে আউট অক্ষর (২৬)। দুরন্ত ক্যাচ ধরলেন বাভুমা। ভারত ৯৩/৮। দরকার আরও ৩১।

Advertisement
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৪:০২ key status

আউট কুলদীপ

কুলদীপকে (১) এলবিডব্লিউ করলেন হারমার। ভারত ৭৭/৭। জয়ের জন্য চাই আরও ৪৭ রান।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৩:৫১ key status

আউট ওয়াশিংটন

মার্করামের বলে হারমারের হাতে ক্যাচ দিয়ে আউট ওয়াশিংটন (৩১)। ভারত ৭২/৬।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৩:৩৯ key status

আউট জাডেজা

তৃতীয় উইকেট হারমারের। এলবিডব্লিউ জাডেজা (১৮)। ভারত ৬৪/৫। জয়ের জন্য প্রয়োজন আরও ৬০ রান।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৩:২০ key status

ভারত ৫০

৪ উইকেট হারিয়ে ৫১ রান ভারতের। ২২ গজে রয়েছেন ওয়াশিংটন (২২) এবং জাডেজা (১২)। ইডেনে জয়ের জন্য চাই আরও ৭৩ রান। 

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৩:০৬ key status

আউট পন্থ

হারমারের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট পন্থ (২)। ভারত ৩৮/৪।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১২:৪৫ key status

আউট জুরেল

হারমারের বলে বড় শট নিয়ে গিয়ে আউট জুরেল (১৩)। ক্যাচ দিলেন বসের হাতে। ভারত ৩৩/৩।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১২:১৩ key status

ইডেনে শুরু খেলা

জয়ের জন্য ভারতের চাই আরও ১১৪ রান, দক্ষিণ আফ্রিকার ৭ উইকেট।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:৩৪ key status

মধ্যাহ্নভোজের বিরতি

ব্যাট করছেন ওয়াশিংটন (৫) এবং জুরেল (৪)। ভারত ১০/২

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:১৮ key status

ব্যাট করতে পারবেন না শুভমন

ইডেন টেস্টে আর খেলতে পারবেন না শুভমন। ফলে এক জন কম ব্যাটার নিয়ে রান তাড়া করতে হবে ভারতকে। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেট নিতে হবে।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:১৬ key status

আউট রাহুল

জানসেনের বলে ভেরেনের হাতে ক্যাচ দিয়ে আউট রাহুল (১)। ভারত ১/২।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:০৭ key status

আউট যশস্বী

জানসেনের বলে ভেরেনের হাতে ক্যাচ দিয়ে আউট যশস্বী (০)। রান হওয়ার আগেই উইকেট হারাল ভারত।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:০৪ key status

ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

ওপেন করছেন যশস্বী এবং রাহুল।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১০:৫৩ key status

অল আউট দক্ষিণ আফ্রিকা

সিরাজের বলে এলবিডব্লিউ মহারাজ (০)। বাভুমা ৫৫ রানে অপরাজিত থাকলেন। ১৫৩ রানে শেষ দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ভারতের জয়ের লক্ষ্য ১২৪। 

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১০:৪৮ key status

আউট হারমার

সিরাজের বলে বোল্ড হারমার (৭)। দক্ষিণ আফ্রিকা ১৫৩/৯। বাভুমা অপরাজিত ৫৫।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১০:২৬ key status

বাভুমার ৫০

ইডেন টেস্টে প্রথম অর্ধশতরান এল বাভুমার ব্যাট থেকে। ১২৩ বলে ৫০ রান পূর্ণ করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা ১৪২/৮।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১০:১৭ key status

আউট বস

বুমরাহের বলে বোল্ড বস (২৫)। দক্ষিণ আফ্রিকা ১৩৫/৮।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১০:০৫ key status

১০০ রানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

ইডেন টেস্টে ভারতের থেকে ১০০ রানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বাভুমা (৪২) এবং বস (২৩) অষ্টম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে তুলেছেন ৩৯ রান। দক্ষিণ আফ্রিকা ১৩০/৭।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১০:০০ key status

বাভুমা ৪০

ইডেন টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস বাভুমার। টপকে গেলেন রাহুলের ৩৯ রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement