Ashes 2023

অ্যাশেজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে দাপট ইংল্যান্ডের, জিততে ২২৪ রান দরকার স্টোকসদের

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২২৪ রানে। ইংল্যান্ডের সামনে জেতার জন্য লক্ষ্য ২৫১ রান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৫:৩৩
Share:

অস্ট্রেলিয়ার উইকেট পড়ার পরে ইংল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস। ছবি: রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ০০:০৮ key status

ইংল্যান্ডের জিততে দরকার ২২৪ রান

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২৭। 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ২৩:২৯ key status

অস্ট্রেলিয়া অলআউট ২২৪ রানে

২২৪ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ৭৭ রান করে আউট হলেন ট্রাভিস হেড। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ২৫১ রান। 

Advertisement
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ২২:৫৭ key status

অর্ধশতরান ট্রাভিস হেডের

একাই লড়ছেন ট্রাভিস হেড। অর্ধশতরান করে খেলছেন তিনি। 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ২২:৪৭ key status

আউট প্যাট কামিন্স

এক রান করে মার্ক উডের বলে আউট অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৮০। ইংল্যান্ডের থেকে ২০৬ রানে এগিয়ে রয়েছে তারা। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ২২:২৯ key status

আউট মিচেল স্টার্ক

মার্ক উডের বলে ১৬ রান করে আউট হয়ে গেলেন মিচেল স্টার্ক। উডের বাউন্সার বুঝতে পারেননি স্টার্ক। বল উপড়ে উঠে যায়। বেশ খানিকটা দৌড়ে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন হ্যারি ব্রুক। অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৬৮। ইংল্যান্ডের থেকে ১৯৪ রানে এগিয়ে রয়েছে তারা। 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ২২:০৬ key status

আউট অ্যালেক্স ক্যারে

ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ক্রিস ওকসের বলে ৫ রানের মাথায় বোল্ড হলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে। অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৩৯। ইংল্যান্ডের থেকে ১৬৫ রানে এগিয়ে রয়েছে তারা। 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ২১:৫১ key status

আউট মিচেল মার্শ

তৃতীয় দিনের খেলা শুরু হতেই পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়ার। ক্রিস ওকসের বল মিচেল মার্শের গ্লাভসে লেগে উইকেটরক্ষকের হাতে যায়। প্রথম ইনিংসে শতরান করলেও দ্বিতীয় ইনিংসে ২৮ রান করে ফিরতে হল মার্শকে। 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ২১:২৫ key status

আবার বৃষ্টি শুরু

মাত্র এক ওভার খেলার পরেই আবার বৃষ্টি শুরু হয়েছে। ফলে আবার খেলা বন্ধ রয়েছে। 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ২১:২২ key status

শুরু খেলা

বৃষ্টিতে দুই সেশনের খেলা ভেস্তে যাওয়ার পরে শুরু হয়েছে খেলা। তবে আবার বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৯:৪২ key status

দ্বিতীয় সেশনের খেলাও ভেস্তে গেল

বৃষ্টির জেরে দ্বিতীয় সেশনের খেলাও ভেস্তে গেল। চা বিরতি চলছে। কিন্তু বৃষ্টি এখনও থামেনি। ফলে তৃতীয় সেশনের খেলা শুরু হতেও দেরি হতে পারে। 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৯:০১ key status

বৃষ্টি চলছেই

বৃষ্টি এখনও থামেনি। তার ফলে কখন খেলা শুরু করা যাবে সেটা বোঝা যাচ্ছে না। দ্বিতীয় সেশনের খেলাও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে। যদিও এখনও কিছু জানানো হয়নি। 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:১৯ key status

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম সেশন

বৃষ্টির জেরে প্রথম সেশনের খেলা ভেস্তে গিয়েছে। ফলে তাড়াতাড়ি মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আবার বৃষ্টির জন্য মাঠ ঢাকা হয়েছে। ফলে খেলা শুরু হতে আরও দেরি হবে।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৫:৩৩ key status

খেলা শুরু হতে দেরি

হেডিংলেতে বৃষ্টি হচ্ছে। মাঠ ঢাকা রয়েছে। তার ফলে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement