Los Angeles Knight Riders

আমেরিকার লিগেও ব্যর্থ শাহরুখের নাইটরা, টেক্সাস সুপার কিংসের কাছে হেরে গেলেন রাসেল, নারাইনরা

আইপিএলে চেন্নাইয়ের কাছে যেমন হারে, তেমনই আমেরিকায় চেন্নাইয়ের মালিকানাধীন দলের কাছেও হারল নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের হার ৬৯ রানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১৭:২১
Share:

রাসেলকে আউট করে উল্লাস ব্রাভোর। ছবি: টুইটার

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা থাকলে বেশির ভাগ সময়েই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) একই জিনিস দেখা গেল। প্রথম ম্যাচেই টেক্সাস সুপার কিংসের কাছে বড় ব্যবধানে হারল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। টেক্সাসের ১৮১-৬ রানের জবাবে নাইটরা শেষ ১১২ রানে। প্রথম সারির সব ব্যাটার ব্যর্থ।

Advertisement

আইপিএলে ধারাবাহিক ভাবে ভাল খেলার পর এমএলসি-তেও জ্বলে উঠলেন ডেভন কনওয়ে। ওপেন করতে নেমে ৫৫ রান করলেন। তবে রান পেলেন না ফাফ ডুপ্লেসি (০)। পরের দিকে ডেভিড মিলারের ৪২ বলে ৬১ রানের সুবাদে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮১ তোলে টেক্সাস। পরের দিকে নেমে ছয় বলে ১৬ রানের মারকুটে ইনিংস খেলেন ডোয়েন ব্রাভো। লস অ্যাঞ্জেলেসের আলি খান এবং লকি ফার্গুসন দু’টি করে উইকেট পান।

জবাবে শুরু থেকেই উইকেট হারাতে লস অ্যাঞ্জেলেস। ২০ রানে চার উইকেট পড়ে যায় তাদের। এর পর জসকরণ মলহোত্র এবং আন্দ্রে রাসেল ধস আটকান। ১১ বলে ২২ করে আউট হন জসকরণ। রাসেল ৩৪ বলে ৫৫ করেন। অধিনায়ক সুনীল নারাইন (১৫) আবার ব্যর্থ। ১১২ রানেই গুটিয়ে যায় লস অ্যাঞ্জেলেসের ইনিংস। তিন ওভারে আট রানে চার উইকেট নেন টেক্সাসের মহম্মদ মহসিন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন