Bengal Pro T20 League 2024

লিগে চ‌্যাম্পিয়ন কলকাতা

বঙ্গ প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনালে মহিলাদের বিভাগে শুক্রবার চ‌্যাম্পিয়ন হয়েছে লাক্স শ‌্যাম কলকাতা টাইগার্স। ইডেনে তারা মুর্শিদাবাদ কুইনসকে হারিয়েছে পাঁচ রানে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ০৭:২৭
Share:

ট্রফি হাতে কলকাতা দলের মহিলা ক্রিকেটাররা। ছবি: সিএবি।

বঙ্গ প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনালে মহিলাদের বিভাগে শুক্রবার চ‌্যাম্পিয়ন হয়েছে লাক্স শ‌্যাম কলকাতা টাইগার্স। ইডেনে তারা মুর্শিদাবাদ কুইনসকে হারিয়েছে পাঁচ রানে।

অন‌্য দিকে ছেলেদের বিভাগে বৃষ্টির কারণে খেলা পরিত‌্যক্ত হয়ে যাওয়ায় যুগ্মজয়ী ঘোষণা করা হয়েছে সোবিস্কো স্ম‌্যাশার্স মালদহ এবং মুর্শিদবাদ কিংস দুই দলকেই।

প্রথমে ব‌্যাট করে ২০ ওভারে কলকাতা করে ১১০-৫। ৩৭ রানে অপরাজিত থাকেন ঈপ্সিতা মন্ডল। অধিনায়ক মিতা পাল করেন ২৪ রান। জবাবে ১০৫ রানেই থামে মুর্শিদাবাদ। মিতা ১৭ রান দিয়ে দু’উইকেট নেন। তিনিই ম‌্যাচের সেরা হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন