Vinod Kambli

হাসপাতালে কাম্বলির বিছানায় রাজনীতির আনাগোনা, অর্থাভাব ঘুচবে ‘অভাবী’ প্রাক্তনের

হাসপাতালে ভর্তি রয়েছেন বিনোদ কাম্বলি। তাঁকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন রাজনৈতিক নেতারা। আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ২০:২৪
Share:

হাসপাতালের বিছানায় শুয়ে বিনোদ কাম্বলি। ছবি: সমাজমাধ্যম।

আর্থিক সমস্যায় ভুগছিলেন বিনোদ কাম্বলি। পাশাপাশি শরীরটাও ভাল যাচ্ছিল না তাঁর। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মহারাষ্ট্রের ঠাণে জেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আইসিইউতে রাখতে হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। অসুস্থ হওয়ার পরে হয়তো আর অর্থাভাব থাকবে না কাম্বলির। কারণ, তাঁকে হাসপাতালে দেখতে ভিড় জমিয়েছেন রাজনৈতিক নেতারা। কাম্বলিকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

Advertisement

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং তাঁর পুত্র তথা কল্যাণের সাংসদ শ্রীকান্তের সংগঠন ‘শ্রীকান্ত শিন্ডে ফাউন্ডেশন’ কাম্বলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একনাথের নির্দেশে এক আধিকারিক মঙ্গেশ চিউতে হাসপাতালে গিয়ে কাম্বলির সঙ্গে দেখা করেন। হাসপাতালের চিকিৎসকদের অনুরোধ করেন যাতে সর্বোচ্চমানের চিকিৎসা দেওয়া হয় কাম্বলিকে। পাশাপাশি কাম্বলির চিকিৎসার জন্য ফাউন্ডেশন থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন শ্রীকান্ত। আগামী দিনেও কাম্বলি এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মঙ্গেশ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি একনাথ ও শ্রীকান্ত কাম্বলি ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন।

বুধবার হাসপাতালে গিয়েছিলেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনাইক। শিন্ডে শিবিরের এই নেতা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন কাম্বলি। তিনি বলেন, “খেলোয়াড় জীবনে কাম্বলির চোখে যে লড়াই দেখা যেত তা এখনও দেখা যাচ্ছে। উনি এখন স্থিতিশীল রয়েছেন। আমরা নিশ্চিত, খুব তাড়াতাড়ি কাম্বলি সুস্থ হয়ে উঠবেন। আমি ওঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। কাম্বলি যাতে সর্বোচ্চমানের চিকিৎসা পান সে দিকে আমরা নজর রাখছি। ওঁর কোনও রকম আর্থিক সমস্যা হবে না।”

Advertisement

মূত্রনালিতে সংক্রমণ হয়েছে কাম্বলির। পাশাপাশি মস্তিষ্কেও রক্ত জমাট বেঁধে গিয়েছে। তার জন্য এমআরআই করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই প্রাক্তন ক্রিকেটারের জ্বর এসেছে। ফলে সেই প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে। কাম্বলির চিকিৎসার দায়িত্বে থাকা বিবেক ত্রিবেদী এ কথা জানিয়েছেন। আগামী দু’-এক দিনের মধ্যে কাম্বলিকে আইসিইউ থেকে বার করে সাধারণ বেডে দেওয়া হবে।

ত্রিবেদী জানিয়েছেন, চার দিন আগেও কাম্বলির অবস্থা সঙ্কটজনক ছিল। মূত্রনালিতে সংক্রমণ হয়ে গিয়েছিল। তবে সেই সংক্রমণ আপাতত সেরে গিয়েছে। কাম্বলি যদি বাড়িতেই থাকতেন তা হলে তাঁর অবস্থা আরও খারাপ হত। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণেই আপাতত তিনি স্থিতিশীল বলে জানিয়েছেন ত্রিবেদী। আগামী ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণ করে আইসিইউ থেকে বার করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement