India Vs New Zealand

ফের অভিষেকের ঝড়! ভারতের দ্বিতীয় দ্রুততম পঞ্চাশের নজির, ১০ ওভারেই কিউয়িদের হারিয়ে টি২০’তে গত দুই সিরিজ় হারের বদলা

গুয়াহাটিতে শতরান করা হল না অভিষেক শর্মার। আসলে সুযোগই পেলেন না! নিউ জ়িল্যান্ড পর্যাপ্ত রান তুলতে পারেননি। তবু ভারতীয়দের মধ্যে অভিষেক দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করলেন টি২০ ক্রিকেটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:৩৮
Share:

অভিষেক শর্মা। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বচ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে ভারতীয় দলকে। দু’ম্যাচ বাকি থাকতেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয় নিশ্চিত করে ফেললেন সূর্যকুমার যাদবেরা। রবিবার গুয়াহাটিতে প্রথমে ব্যাট করে মিচেল স্যান্টনারেরা ৯ উইকেটে ১৫৩ রান করেন। জবাবে ১০ ওভারে ২ উইকেটে ১৫৫ রান ভারতের। এ দিনের ৮ উইকেটে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ়ে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

Advertisement

দু’এক জনের ব্যর্থতা যেন ভারতীয় দলের গায়েই লাগছে না। রবিবারও রান তাড়া করতে নেমে ব্যর্থ সঞ্জু স্যামসন (০)। সতীর্থদের রানের বন্যায় বিশ্বকাপের আগেই তিনি ভেসে না যান। ঈশান কিশনও (২৮) বড় রান পেলেন না। এ দিন আবার খেলে দিলেন অভিষেক শর্মা। সঙ্গ দিলেন আগের ম্যাচেই ফর্মে ফেরা অধিনায়ক সূর্যও। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার চেনা মেজাজে ব্যাট করলে চিন্তা থাকার কথা নয়। এ দিনও ইনিংসের প্রথম বলে উইকেট হারানো ভারতীয় শিবিরে উদ্বেগের চিহ্ন মাত্র ছিল না। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট পরিকাঠানোর সুফল— ২০ ওভারের ক্রিকেটকে জলভাতে পরিণত করেছেন ভারতীয়েরা। আত্মবিশ্বাস এমন পর্যায় পৌঁছেছে, ভারতীয় শিবির উইনিং কম্বিনেশন বজায় রাখার কথাও ভাবে না!

অভিষেক-সূর্য জুটি ওভারে ১৫-১৬ রান করে তুলল অনায়াসে। নিউ জ়িল্যান্ডের কোনও বোলার তাঁদের আগ্রাসন নিয়ন্ত্রণ করতে পারলেন না। দিশেহারা দেখাল তাঁদের। ১৪ বলে অর্ধশতরান পূর্ণ করলেন অভিষেক। ৭টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ২০ বলে ৬৮ রান করে অপরাজিত থাকলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৪০। অভিষেকের তান্ডবে বিস্মিত গ্লেন ফিলিপ্স খেলা শেষ হওয়ার পর তাঁর ব্যাট হাতে নিয়ে দেখলেন। বোঝার চেষ্টা করলেন কী রয়েছে তরুণ ভারতীয় ওপেনারের ব্যাটে। কিন্তু আদৌ কিছু বুঝলেন কী? সূর্য খেললেন ২৬ বলে ৫৭ রানের ইনিংস। মারলেন ৬টি চার, ৩টি ছক্কা। তাঁদের জুটিতে উঠল ১০২ রান। খেলা শেষ হয়ে গেল ১০ ওভারে! একই সঙ্গে নিউ জ়িল্যান্ডের কাছে গত দু’টি সিরিজ়ে (টেস্ট এবং এক দিনের) হারের বদলাও নিয়ে নিল ভারত।

Advertisement

অভিষেক, ঈশান, সূর্যদের রান পাওয়া বিশ্বকাপের আগে নিশ্চিত ভাবে ইতিবাচক। তবে লোয়ার মিডল অর্ডার ব্যাটারেরা পর্যাপ্ত ম্যাচ অনুশীলন পাচ্ছেন না। সিরিজ়ের শেষ দু’ম্যাচে এই বিষয়টি নিয়ে নিশ্চই ভাববেন কোচ। ঠিক যেমন ভারতীয় উপমহাদেশের পিচে বোলারদের পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে নিউ জ়িল্য়ান্ডকেও। বিশ্বকাপের আগে কাইল জেমিসনদের আত্মবিশ্বাস দুমড়ে মুচড়ে যাচ্ছে। রবিবর নিউ জ়িল্যান্ডের বোলারদের মধ্যে ওভার প্রতি সবচেয়ে কম রান খরচ করলেন তিন জন। ম্যাট হেনরি, ইশ সোধি এবং স্যান্টনার। তাঁরা ওভার প্রতি দিলেন ১৪ রান করে। সোধি এবং হেনরি ২৮ রান করে দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন।

প্রথমে জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্য, হর্ষিত রানাদের দাপটে গুয়াহাটির ২২ গজে সুবিধা করতে পরেননি কিউয়ি ব্যাটারেরা। ধারাবাহিক ব্যবধানে উইকেট হারিয়েছে সফরকারী দল। তৈরি হয়নি প্রয়োজনীয় জুটিও। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে লড়াই করলেন শুধু গ্লেন ফিলিপ্স এবং মার্ক চাপম্যান। ফিলিপ্স করলেন ৪০ বলে ৪৮। তাঁর ব্যাট থেকে এল ৬টি চার এবং ১টি ছক্কা। চাপম্যানের ২৩ বলে ৩২ রানের ইনিংসে ২টি করে চার এবং ছক্কা। চতুর্থ উইকেটে জুটিতে তাঁদের তোলা ৫২ রানই এ দিনের নিউ জিল্যান্ডের ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছোতে সাহায্য করে। চাপের মুখে চেষ্টা করলেন স্যান্টনারও। নিউ জ়িল্যান্ড অধিনায়ক ১৭ বলে ২৭ রান করেন ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। এ ছাড়া কেউ বলার মতো রান করতে পারেননি।

ভারতীয়দের মধ্যে সফলতম বোলার বুমরাহ ১৭ বলে ৩ উইকেট নিলেন। রায়পুরে বিশ্রাম পেয়ে তরতাজা হয়ে ফিরেছেন। ১৮ রানে ২ উইকেট নিয়ে গম্ভীরের বিকল্প বাড়িয়ে দিলেন রবি বিষ্ণোইও। ২৩ বলে ২ উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য। ৩৫ রানে ১ উইকেট হর্ষিতের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement