Asia Cup

বদলে গেল এশিয়া কাপ ক্রিকেটের খেলা শুরুর সময়, কখন শুরু হবে ম্যাচ?

আগের দেওয়া সূচি অনুযায়ী বিভিন্ন সময়ে খেলাগুলি শুরু হচ্ছিল। দুপুর ১টা, দেড়টা, ২টো ও সাড়ে ৩টে থেকে খেলা শুরু হওয়ার সময় দেওয়া ছিল। সব সময় বদলে একটি নির্দিষ্ট সময় করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ১৩:২৭
Share:

এশিয়া কাপ ট্রফি। —ফাইল চিত্র

এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচ শুরুর সময় বদলে গিয়েছে। আগের দেওয়া সূচি অনুযায়ী বিভিন্ন সময়ে খেলাগুলি শুরু হচ্ছিল। দুপুর ১টা, দেড়টা, ২টো ও সাড়ে ৩টে থেকে খেলা শুরু হওয়ার সময় দেওয়া ছিল। সব সময় বদলে দুপুর ৩টে করা হয়েছে। অর্থাৎ, এশিয়া কাপের সব ক’টি ম্যাচই ভারতীয় সময় দুপুর ৩টে থেকে শুরু হবে বলে জানিয়ে দিয়েছে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস।

Advertisement

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

Advertisement

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন