T20 Mumbai League

কড়া হল রাজ্যও, আইপিএল ফাইনালের পরের দিনই মুম্বই টি২০ লিগে নামতে হবে সূর্য-রাহানেদের

আইপিএলের ফাইনাল হবে ২৫ মে। তার পর দিন থেকেই আর একটি টি-টোয়েন্টি লিগে খেলতে নামতে হবে সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানেদের। টি২০ মুম্বই লিগে সব সিনিয়র ক্রিকেটারদের ‘বাধ্যতামূলক’ ভাবে খেলার নির্দেশ দিয়েছে মুম্বই রাজ্য সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৬:২৪
Share:

আইপিএলের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

এ বার আইপিএলের ফাইনাল হবে ২৫ মে। তার পর দিন থেকেই আর একটি টি-টোয়েন্টি লিগে খেলতে নামতে হবে সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানেদের। টি২০ মুম্বই লিগে সব সিনিয়র ক্রিকেটারদের ‘বাধ্যতামূলক’ ভাবে খেলার নির্দেশ দিয়েছে মুম্বই রাজ্য সংস্থা। প্রতিযোগিতার মুখ করা হয়েছে রোহিত শর্মাকে।

Advertisement

রাহানে, সূর্য ছাড়াও শ্রেয়স আয়ার, শিবম দুবে, পৃথ্বী শ, শার্দূল ঠাকুরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যদি তাঁরা ইংল্যান্ড সিরিজ়‌ের দলে জায়গা না পান তা হলে এই টি-টোয়েন্টি লিগে খেলতেই হবে। সূর্য, শিবম, শ্রেয়স ইতিমধ্যেই এই লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

ভারতীয় দলের যে ক্রিকেটারে এই প্রতিযোগিতায় খেলবে তাঁরা নিলামের অর্থ ছাড়াও মুম্বই ক্রিকেট সংস্থার থেকে আলাদা করে ১৫ লক্ষ টাকা করে পাবেন। নিলামে ন্যুনতম মূল্য কত রাখা হবে তা এখনও ঠিক করা হয়নি।

Advertisement

এই লিগের জন্য ২৮০০ ক্রিকেটার নাম লিখিয়েছেন। মে মাসের কোনও এক দিনে নিলাম হবে। ২৬ মে থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৫ জুন পর্যন্ত।

এমসিএ সচিব অভয় হড়প বলেছেন, “টি২০ মুম্বই লিগের তৃতীয় মরসুমের জন্য যে সাড়া পাওয়া যাচ্ছে তা অভূতপূর্ব। ২৮০০ ক্রিকেটারের নথিভুক্তিই সেটা বুঝিয়ে দিচ্ছে। ক্রিকেটের প্রতি মুম্বইবাসীর আবেগ কখনও কমার নয়।”

গত দু’টি মরসুমে ছ’টি করে দল এই লিগে খেলেছিল। এ বার আরও দু’টি দল যোগ দিতে চলেছে। তাদের নাম দ্রুত ঘোষণা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement