MCA plans one lakh seater stadium

আবার এক লাখ দর্শকের ক্রিকেট স্টেডিয়াম দেশে, জমি দিতেও রাজি মুখ্যমন্ত্রী, অহমদাবাদের পর কোথায়?

অহমদাবাদের মোতেরা স্টেডিয়ামে এক লক্ষ ৩২ হাজার দর্শক খেলা দেখতে পারেন। আরও একটি এক লাখ দর্শকের স্টেডিয়াম পেতে চলেছে ভারত। সেটি হবে মুম্বইয়ে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছেন, স্টেডিয়াম তৈরির জন্য জমি দিতে সরকার রাজি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৭:০১
Share:

মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়াম। — ফাইল চিত্র।

অহমদাবাদের মোতেরা স্টেডিয়ামে এক লক্ষ ৩২ হাজার দর্শক খেলা দেখতে পারেন। আরও একটি এক লাখ দর্শকের স্টেডিয়াম পেতে চলেছে ভারত। সেটি হবে মুম্বইয়ে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছেন, স্টেডিয়াম তৈরির জন্য জমি দিতে সরকার রাজি। আগামী পাঁচ বছরের মধ্যে স্টেডিয়াম সম্পূর্ণ করার লক্ষ্য বেঁধে দিয়েছেন তিনি।

Advertisement

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নামে স্ট্যান্ড উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানেই জানান, মুম্বই ক্রিকেট সংস্থার (এমসিএ) তরফে তাঁর কাছে স্টেডিয়াম গড়ার জন্য জমির অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধে সায় দিয়েছেন। স্টেডিয়ামের জন্য দ্রুত জমি দেওয়া হবে এমসিএ-কে। পাঁচ বছরের মধ্যে স্টেডিয়াম তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করছেন তিনি।

ফড়ণবীসের কথায়, “গত বছর কালে (প্রাক্তন এমসিএ সভাপতি অমল কালে) এবং অজিঙ্ক নায়েক (বর্তমান এমসিএ সভাপতি) আমার কাছে এসেছিল। জানিয়েছিল, এক লাখ দর্শকের একটি স্টেডিয়াম তৈরি করতে চায় ওরা। আমি অজিঙ্ককে জানাতে চাই, যদি তোমরা প্রস্তাব নিয়ে আসো তা হলে মহারাষ্ট্র সরকার তোমাদের জমি দেবে। সেখানে এমসিএ নিজের মতো করে বড় স্টেডিয়াম তৈরি করতে পারে। মহারাষ্ট্র এবং মুম্বইয়ে আবেগপ্রবণ ক্রিকেটপ্রেমীরা রয়েছেন। ক্রিকেটবিশ্বে মহারাষ্ট্রের অবদান কী, সেটা সবাই জানেন।”

Advertisement

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন, “চার বছর পর এমসিএ-র ১০০ বছর পূর্ণ হচ্ছে। তার মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হয়ে যাওয়া উচিত। স্টেডিয়াম তৈরি করতে যা যা লাগবে, তা মহারাষ্ট্র সরকার দিতে তৈরি।”

সভাপতি অজিঙ্ক জানিয়েছেন, থানে জেলার আম্মে এলাকায় নতুন স্টেডিয়াম তৈরি হতে পারে। তবে অন্য জায়গার কথাও ভাবা হচ্ছে।

অজিঙ্ক বলেছেন, “মুখ্যমন্ত্রী নিজেও স্টেডিয়াম গড়ার ব্যাপারে উৎসাহী। উনিও চান, এ রাজ্যে এমন একটা স্টেডিয়াম হোক যেখানে এক লাখ লোক বসে খেলা দেখতে পারে। আমরা আম্মে এলাকায় স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাব দিয়েছি। তবে সরকার যেখানেই জমি দেবে সেখানে স্টেডিয়াম তৈরি করতে রাজি আমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement