mohammed nabi

বাবা-ছেলে একই দলে! তারকাহীন বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন আলোচনা শুধুই নবি-হাসানকে নিয়ে

তাঁরা একে অপরের বিরুদ্ধে খেলেছেন। এ বার একসঙ্গে, একই দলে খেলছেন মহম্মদ নবি এবং হাসান এসাখিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালি এক্সপ্রেসের হয়ে খেলা এই দুই ক্রিকেটার এখন সকলের নজরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৮:২৫
Share:

ছেলে হাসানের (বাঁ দিকে) সঙ্গে নবি। ছবি: সমাজমাধ্যম।

তাঁরা একে অপরের বিরুদ্ধে খেলেছেন। এ বার একসঙ্গে, একই দলে খেলছেন মহম্মদ নবি এবং হাসান এসাখিল। শুধু তাই নয়, কিছু দিন আগে জুটি বেধে বড় রান করে দলকে জিতিয়েওছেন তাঁরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালি এক্সপ্রেসের হয়ে খেলা এই দুই ক্রিকেটার এখন সকলের নজরে।

Advertisement

আফগানিস্তানের কিংবদন্তি নবির বয়স এখন ৪১। তাঁর ছেলে হাসানের বয়স ১৯। শনিবার দু’জনকে দীর্ঘ ক্ষণ একসঙ্গে নেট করতে দেখা গিয়েছিল। ছেলেকে একটি বোলিং স্টিক দিয়ে থ্রোডাউন দিচ্ছিলেন নবি। প্রতিটি বলের পর ভুল ধরিয়ে দিচ্ছিলেন।

তার পরেই বিপিএলে প্রথম ম্যাচে ৯২ রানের ইনিংস খেলেন হাসান। চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়েছেন বাবার সঙ্গে। তবে শতরান হাতছাড়া করায় দুঃখ নেই তাঁর মনে। বলেছেন, “প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য দেওয়ার জন্য আমি ছয় মারার কথা ভাবছিলাম। শতরান না হওয়ায় দুঃখ পাইনি।”

Advertisement

নবি জানিয়েছেন, ছেলেকে কড়া অনুশীলন করাতে কোনও কসুর করেন না তিনি। বলেছেন, “আমি খুব কড়া। কোনও অজুহাত শুনি না। গত বার ম্যাচের আগে দেড় ঘণ্টা অনুশীলন করেছিলাম। ম্যাচের পরিস্থিতির, কী ধরনের বোলারদের খেলতে হবে, সব ভেবে অনুশীলন করিয়েছিলাম। কঠিন কঠিন থ্রোডাউনও দিচ্ছিলাম। সে সবেরই ফল আজকের ম্যাচে দেখতে পেয়েছেন আপনারা।”

নবির সংযোজন, “ছেলের সঙ্গে খেলতে পেরে আমি খুব খুশি। দীর্ঘ দিন ধরে এই দিনটাকর অপেক্ষা করছিলাম। ওকে আমিই পেশাদার ক্রিকেটার হিসাবে তৈরি করেছি। অভিষেক ম্যাচে ভালই খেলল। আমরা ক্রিজ়‌ে থাকার সময় ম্যাচের পরিস্থিতি, পরে কী হতে পারে, পরের বলে কেমন খেলব— এ সব নিয়ে আলোচনা করেছি। ও খারাপ বলের অপেক্ষা করছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement