মহম্মদ সিরাজ। ছবি: পিটিআই।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। তাঁর অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ। অতিরিক্ত দায়িত্ব উপভোগ করছেন হায়দরাবাদের ক্রিকেটার। বুঝিয়েই দিলেন বুমরাহের না-থাকাটা কাজে দিয়েছে।
দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার সুযোগ কাজে লাগাতে পেরে তৃপ্ত সিরাজ। কী ভাবে উপকৃত হয়েছেন, তা-ও জানিয়েছেন সিরাজ। ম্যাচের পর সাংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘‘এখানকার পিচ খুব মন্থর। কাঁধে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকলে অতিরিক্ত কিছু করার কথা ভাবি না। শুধু সঠিক জায়গায় বল রাখার চেষ্টা করি। বোলিংয়ে শৃঙ্খলা রাখার চেষ্টা করি। এই ধরনের পিচে বল করার সময় লক্ষ্য থাকে, প্রতিপক্ষ যাতে বেশি রান নিতে না পারে।’’
৭০ রানে ৬ উইকেট নিয়েছেন সিরাজ। এই নিয়ে টেস্ট ক্রিকেটে চতুর্থ বার ইনিংসে ৫ উইকেট নিলেন। এজবাস্টনের ব্যাটিং সহায়ক ২২ গজে সিরাজ-রাজের সামনে গুটিয়ে গিয়েছে বেন স্টোকসদের ইনিংস। হ্যারি ব্রুক এবং ক্রিস ওকসকে আউট করে আকাশদীপ ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনার পর সিরাজ দ্রুত শেষ করে দিয়েছেন ইংরেজদের খেলা।
দায়িত্ব পালন করতে পেরে খুশি সিরাজ। তিনি বলেছেন, ‘‘দায়িত্ব নিতে ভালবাসি। চ্যালেঞ্জও উপভোগ করি। এমন একটা দিনের জন্য দীর্ঘ দিন অপেক্ষা করেছি। অবিশ্বাস্য লাগছে। ভাল বল করলেও উইকেট পাচ্ছিলাম না। এখানে আগে ৪ উইকেট পেয়েছিলাম। এ বার ৬ উইকেট পেয়ে খুব ভাল লাগছে। আকাশদীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণ খুব বেশি টেস্ট খেলেনি। আমার লক্ষ্য ছিল ধারাবাহিকতা বজায় রেখে ইংল্যান্ডের উপর চাপ তৈরির চেষ্টা করা। অন্য রকম কিছু করারও ইচ্ছা আছে। তবে ধারাবাহিকতা বজায় রাখাই মূল লক্ষ্য থাকবে।’’
সিরাজ লক্ষ রাখেন যাতে সতীর্থ জুনিয়র বোলারেরা চাপে না পড়েন। প্রয়োজনে তাঁদের পরামর্শ দেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, কোন ব্যাটারকে কী ভাবে বল করলে ভাল ফল পাওয়া যাবে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও নিজের সেরাটা দিতে তৈরি ৩১ বছরের বোলার।