Asia Cup 2025

এশিয়া কাপের ট্রফি বিতর্কে অপসারিত হবেন নকভি? নভেম্বরের বৈঠকে আটঘাট বেঁধে নামছে ভারতীয় বোর্ড

এশিয়া কাপ ফাইনালের পর মহসিন নকভির আচরণে ক্ষুব্ধ ভারতীয় বোর্ড। অভিযোগ, তিনি অধিকারের বাইরে গিয়ে ট্রফি নিয়ে চলে গিয়েছেন। পাক কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের ভাবনা বিসিসিআইয়ের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১১:১৪
Share:

মহসিন নকভি। —ফাইল চিত্র।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পদ থেকে অপসারিত হতে পারেন মহসিন নকভি। এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘ দিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না-হওয়ায় সরতে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানকে। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

এশিয়া কাপ ঘিরে বিতর্ক থামছে না। ভারত-পাকিস্তান দ্বন্দ্বও থামছে না। নকভি ভারতকে ট্রফি হস্তান্তরের কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ বিসিসিআই কর্তারা। আগামী নভেম্বর মাসে রয়েছে এসিসির বৈঠক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই বৈঠকে নকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা। কারণ এসিসি কর্তাদের নকভি নির্দেশ দিয়ে রেখেছেন, তাঁর অনুমতি ছাড়া ট্রফি হস্তান্তর করা যাবে না। পিসিবি চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক এসিসি কর্তা বলেছেন, ‘‘ট্রফিটি দুবাইয়ে এসিসির দফতরে রাখা আছে। নকভির নির্দেশ, তাঁর অনুমতি ছাড়া ট্রফি সেখান থেকে সরানো যাবে না। কাউকে হস্তান্তরও করা যাবে না। তাঁর অনুপস্থিতিতেও কিছু করা যাবে না।’’ তিনি আরও বলেছেন, ‘‘নকভির নির্দেশ, ভারতীয় দল বা বোর্ডের কোনও প্রতিনিধিকে এসিসি দফতরে গিয়ে ট্রফি নিতে হবে।’’

নকভির অনড় অবস্থানে ক্ষুব্ধ ভারতের ক্রিকেটকর্তারা। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘নকভির পরিণতি কী হয়, সেটা এখন দেখার বিষয়। বিসিসিআই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে, নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার কোনও অধিকার নেই নকভির। ট্রফি ভারতকে হস্তান্তর না করাটাও গ্রহণযোগ্য নয়। তা ছাড়া সরকারি ভাবে এশিয়া কাপের আয়োজক ছিল ভারতই।’’ ফাইনালের দিন নকভির ট্রফি নিয়ে চলে যাওয়াকে হাতিয়ার করে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা। অধিকারের বাইরে গিয়ে তিনি কী ভাবে ট্রফি নিজের দফতরে নিয়ে গেলেন, তার কৈফিয়ত চাওয়া হতে পারে। সূত্রের খবর, বিসিসিআই কর্তারা এসিসির একাধিক সদস্য দেশের সমর্থন নিশ্চিত করে বৈঠকে যাবেন। নকভিকে সরাতে বিসিসিআই কর্তারা ঠিক কী রণকৌশল নিচ্ছেন, তা অবশ্য খোলসা করা হয়নি। তবে আটঘাট বেঁধে নামছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement