ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।
গত মরসুমে ফুটবলে মোহনবাগান বার বার জিতেছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সিনিয়র থেকে জুনিয়র, সব দলই লাল-হলুদকে হারিয়েছে। ক্রিকেটেও একই চিত্র দেখা গেল। শনিবার জেসি মুখার্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলকে ৯ রানে হারাল মোহনবাগান।
দেশবন্ধু পার্কে খেলতে নেমেছিল দুই দল। আগে ব্যাট করতে নেমে মোহনবাগানের ইনিংস ১৯.২ ওভারে ১৫৩ রানে শেষ হয়ে যায়। মোহনবাগানের দুই ওপেনার রণজ্যোৎ সিংহ খাইরা (১৭ বলে ৩১) এবং অঙ্কুর পাল (১১ বলে ২০) শুরুটা ভালই করেছিলেন। মাঝের দিকে নেমে বড় ইনিংস খেলে দেন সৌরভ হালদার (৩২ বলে ৪০)। ইস্টবেঙ্গলের হয়ে কণিষ্ক শেঠ পেয়েছেন ২৬ রানে ৪ উইকেট।
ইস্টবেঙ্গলের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৪৪ রানেই। তবে ম্যাচটি জেতার মুখেই ছিল তারা। অভিষেক দাস (৩৪) এবং সন্দীপন দাস (৩৩) জয়ের ভিত তৈরি করেই দিয়েছিলেন। শেষ দিকে চালিয়ে খেলে ঋত্বিক চট্টোপাধ্যায় ৮ বলে ২২ রান করলেও দলকে জেতাতে পারেননি। মোহনবাগানের সুশৃঙ্খল বোলিংয়ের সামনে জিততে পারেনি ইস্টবেঙ্গল। সবুজ-মেরুনের প্রদীপ কুমার পান, এস যাদব এবং অনুরাগ তিওয়ারি দু’টি করে উইকেট নিয়েছেন।
এ দিন অন্য কোয়ার্টার ফাইনালে খিদিরপুর স্পোর্টিংকে হারিয়েছে ভবানীপুর ক্লাব। আগে ব্যাট করে ৮ উইকেটে ১০৫ রান করে খিদিরপুর। শমীক কর্মকার (৩৪) ছাড়া আর কেউ ভাল খেলতে পারেননি। ভবানীপুর মাত্র ১৩.২ ওভারেই জয়ের রান তুলে নেয়। শাকির হাবিব গান্ধী ৩৭ বলে ৫৭ রান করে একাই দলকে জিতিয়ে দেন।