MS Dhoni

ফোন ধরেন না ধোনি, হোটেলে মোবাইল রেখে মাঠে যান! কেন? জানালেন প্রাক্তন সতীর্থ

সমাজমাধ্যমে মহেন্দ্র সিংহ ধোনি প্রায় কোনও সময়ই সক্রিয় থাকেন না। সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি ব্যবহার করেন খুব কম। মোবাইল নিয়েও তাঁর একই রকম অনীহা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৬:১২
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

ফোন ধরেন না মহেন্দ্র সিংহ ধোনি। অনুশীলনে গেলে বা ম্যাচ খেলতে গেলে হোটেলের ঘরেই রেখে যান মোবাইল। ফোন ব্যবহারে তেমন স্বচ্ছন্দও নন। ধোনি সম্পর্কে এই তথ্য জানিয়েছেন তাঁরই এক প্রাক্তন সতীর্থ।

Advertisement

সমাজমাধ্যমে ধোনি প্রায় কোনও সময়ই সক্রিয় থাকেন না। সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি ব্যবহারও করেন খুব কম। মোবাইল নিয়েও তাঁর একই রকম অনীহা রয়েছে। চেন্নাই সুপার কিংসের হয়ে কয়েক বছর আইপিএল খেলেছেন সাই কিশোর। তিনি মোবাইল সম্পর্কে ধোনির অনীহার কথা জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে কিশোর বলেছেন, ‘‘মাহি ভাইয়ের কাছে অনেক কিছু শিখেছি। যেমন মাহি ভাই ফোন প্রায় ধরেই না। ম্যাচ খেলতে যায় হোটেলের ঘরে ফোন রেখে। খুব কমই মোবাইল ব্যবহার করে। যতটা সম্ভব ফোনের থেকে দূরে থাকার চেষ্টা করে। আসলে এমন কিছু করতে চায় না, যাতে মনঃসংযোগ ব্যহত হয়। মাহি ভাইয়ের এই ব্যাপারটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। সমাজমাধ্যম ব্যবহার আমিও অনেক কমিয়ে দিয়েছি।’’

Advertisement

কিশোর জানিয়েছেন, ধোনিকে কাছ থেকে দেখার আগে আর পাঁচ জনের মতোই সমাজমাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতেন। ধোনিকে অনুসরণ করে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন কিশোর। তামিলনাড়ুর ২৮ বছরের ক্রিকেটার এখন গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল খেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement