MS Dhoni

ধোনি পিছনে ফেললেন শাহরুখ, অমিতাভকেও, মাঠের বাইরের খেলায় দাপট মাহির

পরের বছরের আইপিএলে আরও এক বার ক্রিকেট মাঠে তাঁকে দেখা যাবে। তার আগে মাঠের বাইরের খেলায় মহেন্দ্র সিংহ ধোনি জিতে গেলেন। পিছনে ফেলে দিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো অভিনেতাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ২২:৪২
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

পরের বছরের আইপিএলে আরও এক বার ক্রিকেট মাঠে তাঁকে দেখা যাবে। তার আগে মাঠের বাইরের খেলায় মহেন্দ্র সিংহ ধোনি জিতে গেলেন। পিছনে ফেলে দিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো অভিনেতাকে। মোট ৪২টি সংস্থার প্রচারদূত হয়েছেন ধোনি।

Advertisement

৪৩ বছরের ধোনির চাহিদা এখন বলিউড অভিনেতাদের থেকেও বেশি। তা যে কোনও অংশে কমেনি সেটা আবারও বোঝা গিয়েছে। অমিতাভ ৪১টি সংস্থার প্রচারদূত। শাহরুখ ৩৪টি সংস্থার। তাঁদের থেকে এগিয়ে গিয়েছেন ধোনি। সম্প্রতি একটি টায়ার সংস্থার সঙ্গে চুক্তি করে অমিতাভকে পিছনে ফেলেছেন ধোনি।

ঝাড়খণ্ডে ভোটের পর সম্প্রতি সে রাজ্যের নির্বাচনী কমিশনার বলেছিলেন, “অবসরের পরেও ধোনির বাণিজ্যিক মূল্য বেড়ে চলেছে।” কিছু ভুল বলেননি তা প্রমাণিত। তবে ৪৩ বছরেও কেন ধোনির চাহিদা এত বাড়ছে? কেন ধোনিকে প্রচারদূত করা নিয়ে এত কাড়াকাড়ি?

Advertisement

বাজারের সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ বলেছেন, “বলা হয়, শেষ তিনটি ম্যাচে যেমন খেলেছেন, ক্রিকেটার হিসাবে আপনি ঠিক ততটাই ভাল। ধোনি এই তত্ত্ব ভেঙেচুরে দিয়েছে। ও একজন ক্রিকেটার বা ক্রীড়াব্যক্তিত্বের থেকেও বড়। ওর চালচলন এবং ব্যক্তিত্বই আলাদা। নম্রতা, ঠান্ডা মাথা এবং বিতর্কহীন জীবনের জন্য ধোনি সংস্থাগুলোর কাছে খুব জনপ্রিয়।”

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, “গোটা দেশে ধোনি জনপ্রিয়। চেন্নাইয়ে ওকে ‘থালা’ বলে ডাকা হয়। ও যে সমীহ পায় তা আর কেউ পায় না। সংস্থাগুলো প্রচারদূত করার জন্য এ রকমই কাউকে চায়। তাই ধোনির জনপ্রিয়তা বাড়ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement