Ranji Trophy 2024-25

রোহিত, সূর্যদের ‘লোকদেখানো’ রঞ্জি খেলায় খুশি নন মুম্বইয়ের নির্বাচক

কোচ গৌতম গম্ভীরের নির্দেশে প্রায় সব ক্রিকেটারই নেমে পড়েছিলেন রঞ্জি খেলতে। সুস্থ থাকলে অন্তত একটি ম্যাচ খেলেছেন সকলেই। কিন্তু তাঁদের মধ্যে বেশির ভাগই সে ভাবে নজর কাড়তে পারেননি। সেটাই মেনে নিতে পারছেন না মুম্বইয়ের মুখ্য নির্বাচক সঞ্জয় পাতিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৬
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার মাটিতে খারাপ পারফরম্যান্সের পর রঞ্জি ট্রফি খেলার ধুম লেগেছিল রোহিত শর্মাদের। কোচ গৌতম গম্ভীরের নির্দেশে প্রায় সব ক্রিকেটারই নেমে পড়েছিলেন রঞ্জি খেলতে। সুস্থ থাকলে অন্তত একটি ম্যাচ খেলেছেন সকলেই। কিন্তু তাঁদের মধ্যে বেশির ভাগই সে ভাবে নজর কাড়তে পারেননি। সেটাই মেনে নিতে পারছেন না মুম্বইয়ের মুখ্য নির্বাচক সঞ্জয় পাতিল। তাঁর মতে অজিত আগরকরেরা ঘরোয়া ক্রিকেটে রোহিতদের খেলার দিকেও নজর রাখুন।

Advertisement

গত বার রঞ্জি ট্রফি জিতেছিল মুম্বই। এই বছর তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বিদর্ভের বিরুদ্ধে হেরে। গ্রুপ পর্বে হারতে হয়েছিল জম্মু-কাশ্মীরের মতো দলের বিরুদ্ধে। যা মেনে নিতে পারছেন না সঞ্জয়। তাঁর আঙুল রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, শিবম দুবের মতো ক্রিকেটারদের দিকে। তিনি বলেন, “রঞ্জি ট্রফিতে যে ভাবে ওরা খেলেছে, তা নিয়ে আমি হতাশ। টেস্ট খেলা ক্রিকেটারদের থেকে এমন আচরণ কাম্য নয়। আমাদের সিনিয়রেরা রঞ্জিতে যে রকম ভাবে খেলত, সেই মনোযোগ এখনকার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দেখতে পাই না। দলে সই দেওয়ার জন্য যোগ দিলে, সেই ক্রিকেটারদের মানসিকতা বোঝা যায়। বিদর্ভ এবং মুম্বইয়ের সেমিফাইনালে এটা পার্থক্য গড়ে দেয়। জয়ের খিদেটাই দেখা যায়নি। রঞ্জির দ্বিতীয় পর্বে আমাদের দলে সেটার অভাব ছিল। নাম করা ক্রিকেটারদের নিয়ে আমি হতাশ। সূর্যকুমার যাদবকে মাথায় রেখেই কথাটা বলছি।”

রোহিত এ বারের রঞ্জিতে একটি ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে হেরে যায় মুম্বই। ওই ম্যাচটি খেলেছিলেন যশস্বী এবং শিবমও। তাঁরাও সে ভাবে রান করতে পারেননি। সঞ্জয় মনে করেন, দলের মানসিকতাই পাল্টে গিয়েছিল রোহিতেরা যোগ দেওয়ায়। মুম্বই দলের ক্রিকেটারদের মনঃসংযোগ নষ্ট হয়ে গিয়েছিল বলেও দাবি তাঁর। সঞ্জয় বলেন, “মুম্বই ক্রিকেট দলের একটা ঐতিহ্য আছে। আন্তর্জাতিক ক্রিকেটারেরা যোগ দিলে সেটা বৃদ্ধি পায়। কিন্তু এ বারে সেটা দেখা যায়নি। সংস্থার কাছে আমার অনুরোধ, এটা যেন তারকা ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়। ভারতীয় দলের নির্বাচকদের নজর রাখা উচিত এই ক্রিকেটারদের খেলার দিকে। তারকা ক্রিকেটারেরা রঞ্জি দলে যোগ দিয়েছিলেন, খেলতে পারেননি। সেটা দলের খেলার উপর প্রভাব ফেলেছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement