—প্রতীকী চিত্র।
নেপালের লক্ষ্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন। তার প্রস্তুতির জন্য ভারতের সাহায্য চেয়েছেন নেপাল ক্রিকেট সংস্থার কর্তারা। প্রতিবেশী দেশের আবেদনে সাড়া দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা।
ভারতে প্রস্তুতি শিবির করবে নেপালের জাতীয় দল। আগামী ২০ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে বা সিওইতে (আগের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি) অনুশীলন করবেন নেপালের ক্রিকেটারেরা। ১৫ দিনের শিবিরে বিসিসিআইয়ের অত্যাধুনিক পরিকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন নেপালের জাতীয় দলের ক্রিকেটারেরা।
এ বারই প্রথম নয়। আগেও সিওইতে অনুশীলন করেছেন নেপালের ক্রিকেটারেরা। গত বছর অগস্ট মাসেও বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির হয়েছিল নেপালের জাতীয় দলের। গুজরাত এবং বদোদরার সঙ্গে একটি ত্রিদলীয় প্রতিযোগিতাও খেলেছিল নেপাল। দু’দেশের সরকারের বোঝাপড়া অনুযায়ী, নেপালের ক্রিকেট সংস্থা ভারতের ক্রিকেট পরিকাঠামো ব্যবহারের সুযোগ পায়। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘ভারত ও নেপালের মধ্যে গভীর এবং প্রাচীন ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ক্রিকেটীয় সহযোগিতা সেই সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। ক্রিকেটের প্রতি অভিন্ন আবেগ দু’দেশের যুবসমাজকে সংযুক্ত করছে।’’
গত বছর জানুয়ারিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন নেপাল জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং ক্রিকেট সংস্থার কর্তারা। সে সময় নেপালের ক্রিকেটের উন্নতির জন্য ভারতের সহযোগিতা চান তাঁরা। কেন্দ্রের পক্ষে জয়শঙ্কর সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। সেই মতো বিভিন্ন সময়ে নেপালের ক্রিকেটের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিসিসিআই কর্তারাও।