Sachin Tendulkar

Pieter Seelaar: বিশ্বকাপে সচিন, সহবাগকে আউট করেছিলেন, সেই বোলার অবসরে

২০১১ সালের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সচিন, সহবাগকে আউট করেছিলেন নেদারল্যান্ডসের পিটার সিলার। অবসর নিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৫:৫৫
Share:

সচিন, সহবাগকে আউট করেছিলেন নেদারল্যান্ডসের পিটার সিলার। ফাইল চিত্র

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নেদারল্যান্ডসের বোলার পিটার সিলার। পিঠের ব্যথায় ৩৪ বছর বয়সে ক্রিকেটকে অলবিদা জানালেন দলের অধিনায়ক। বিশ্বকাপে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগের উইকেট নিয়েছিলেন তিনি।

Advertisement

২০১১ সালের বিশ্বকাপে দিল্লিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৮৯ রান করেছিল নেদারল্যান্ডস। জবাবে ভারতের দুই ওপেনার সচিন ও সহবাগ ভাল ব্যাট করছিলেন। ভারতকে প্রথম ধাক্কা দিয়েছিলেন পিটার। ৩৯ রানের মাথায় সহবাগকে আউট করেছিলেন তিনি। সচিনকে ২৭ রানের মাথায় সাজঘরে ফিরিয়েছিলেন পিটার। ম্যাচের তৃতীয় উইকেটও নিয়েছিলেন তিনি। ইউসুফ পাঠানকে ১১ রানের মাথায় আউট করেছিলেন পিটার। ম্যাচে ১০ ওভার বল করে ৫৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি। তাতে অবশ্য দলের হার আটকাতে পারেননি। পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল ভারত।

পিটার সিলার ছবি: রয়টার্স

২০০৬ সালে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক হয়েছিল পিটারের। ২০১৮ সালে দলের অধিনায়ক হয়েছিলেন তিনি। নেদারল্যান্ডসের হয়ে ৫৬টি এক দিনের ম্যাচে ৩২২ রান করেছেন তিনি। নিয়েছেন ৫৫টি উইকেট। ৭৭টি টি২০ ম্যাচে পিটারের রান ৫৯১। টি২০-তে ৫৮টি উইকেট নিয়েছেন পিটার। ১৭ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে শেষ বার মাঠে নেমেছিলেন পিটার। সেই ম্যাচে ইংল্যান্ড ৪৯৮ রান করেছিল, যা এক দিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড। পিঠের ব্যথায় দ্বিতীয় ম্যাচে দলে ছিলেন না পিটার। তৃতীয় ম্যাচের আগেই অবসরের কথা ঘোষণা করেছেন তিনি।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন