T20 Record

১৯ ছক্কা, ৪৯ বলে ১৫০ রান! টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেলের রেকর্ড ভেঙে দিলেন কিউয়ি ব্যাটার

মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন ফিন অ্যালেন। প্রতিযোগিতার দ্রুততম শতরানের নজিরও গড়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১০:২১
Share:

শতরান পূর্ণ করার পর ফিন অ্যালেন। ছবি: এক্স (টুইটার)।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভেঙে গেল ক্রিস গেলের একটি রেকর্ড। এক ইনিংসে ১৯টি ছক্কা মেরে নতুন নজির গড়লেন নিউ জ়িল্যান্ডের ফিন অ্যালেন। মেজর লিগ ক্রিকেটের ম্যাচে কীর্তি গড়েছেন কিউয়ি ব্যাটার।

Advertisement

২০ ওভারের ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এত দিন যুগ্ম ভাবে ছিল গেল এবং সাহিল চৌহানের দখলে। তাঁরা টি-টোয়েন্টি ক্রিকেটের একটি ইনিংসে ১৮টি করে ছক্কা মেরেছিলেন। তাঁদের সেই রেকর্ড হাতছাড়া হল অ্যালেনের দাপটে।

মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন অ্যালেন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। টিম সেইফার্ট, জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের মতো সতীর্থেরা দ্রুত আউট হয়ে গেলেও ২২ গজের এক প্রান্তে অবিচল ছিলেন অ্যালেন। দলের রান তোলার গতি একাই বজায় রাখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ৫১ বলে ১৫১ রান করে আউট হন তিনি। ৪৯ বলে পূর্ণ করেন ১৫০ রান। ২০ বলে করেন ৫০। এর পর আরও আগ্রাসী হয়ে ওঠেন। শতরান পূর্ণ করেন ৩৪ বলে। দু’টি ওভারে তিনটি করে ছক্কা মেরেছেন। ৫১ বলের ইনিংসে নিউ জ়িল্যান্ডের ব্যাটার মেরেছেন ৫টি চার এবং ১৯টি ছক্কা। রাচিন রবীন্দ্র, মিচেল ওয়েন, গ্লেন ফিলিপস, জ্যাক এডওয়ার্ডসের মতো বোলারদের নিয়ে এক রকম ছেলেখেলা করেন ২৬ বছরের ক্রিকেটার। তাতেই তৈরি হয়েছে নতুন রেকর্ড। ভেঙে গিয়েছে গেলদের রেকর্ড।

Advertisement

আরও দু’টি নজির গড়েছেন অ্যালেন। মেজর লিগ ক্রিকেটে দ্রুততম শতরান করার নজির গড়েছেন। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই নিউ জ়িল্যান্ডের কোনও ব্যাটারের দ্রুততম শতরান। দলের ইনিংসের ১৮তম ওভারে নিজের ২০তম ছক্কা মারতে গিয়ে ওয়েনের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট হন অ্যালেন। তাঁর এই ইনিংসের সুবাদে সান ফ্রান্সিসকো করে ৫ উইকেটে ২৬৯। জবাবে ১৩.১ ওভারে ১৪৬ রানে শেষ হয়ে যায় ওয়াশিংটনের ইনিংস।

টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে পরিচিত অ্যালেন। দেশের হয়ে ২২টি এক দিনের ম্যাচ এবং ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৬৩.২৭। যা নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement