ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডের নেতৃত্বে স্যান্টনার, ১৫ জনের দলে দুই ভারতীয় বংশোদ্ভূত, ডানহাতি ব্যাটার ব্যাট করবেন বাঁ হাতে?

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল বেছে নিল নিউ জ়িল্যান্ড। মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দলে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৩:০৩
Share:

মিচেল স্যান্টনার । —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নিউ জ়িল্যান্ড। মিচেল স্যান্টনারের নেতৃত্বে ১৫ জনের দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। দলে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই ক্রিকেটার। বিশ্বকাপে এক কিউয়ি ক্রিকেটারকে দেখা যেতে পারে নতুন ভাবে। নিউ জ়িল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং সফলদের নিয়েই বিশ্বকাপের দল তৈরি করেছে নিউ জ়িল্যান্ড। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হতে পারেন গ্লেন ফিলিপস। সাদা বলের আধুনিক ক্রিকেটে পূর্ণ অলরাউন্ডার হিসাবে পরিচিত ফিলিপস ব্যাট করতে পারেন। অফ স্পিন বল করতে পারেন। উইকেট রক্ষা করতে পারেন। আবার বাউন্ডারিতেও দারুণ ফিল্ডিংয়ের জন্য পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে এই চার ভূমিকাতেই সফল তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দেখা যেতে পারে আরও একটি নতুন ভূমিকায়।

বিশ্বকাপে বাঁ হাতে ব্যাট করতে পারেন কিউয়ি অলরাউন্ডার। এত দিন আন্তর্জাতিক ক্রিকেটে ডান হাতেই ব্যাট করলেও সম্প্রতি ব্যাটের হাত বদল করেছেন তিনি। নিউ জ়িল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশের একটি ম্যাচে বাঁ হাতে ব্যাট করেছেন ফিলিপস। প্রতিপক্ষের অফ স্পিনারের বল সামলাতে বাঁ হাতে ব্যাট করেছেন ফিলিপস। নতুন এই ভূমিকাতেও সফল হয়েছেন। প্রথম বলে চারও মেরেছেন। স্বভাবতই বিশ্বকাপে ফিলিপসের ভূমিকা দ্বন্দ্বে ফেলতে পাড়ে অন্য দলগুলি। বাঁ হাতে ইনিংস খেলার পর ফিলিপস বলেছেন, ‘‘বাঁ হাতে ব্যাটিং বেশ উপভোগ করলাম। ডান হাতের বদলে বাঁ হাতে ব্যাট করার একাধিক কারণ রয়েছে। মাঠে নিজের দুটো হাতকেই সচল রাখতে চাই। এতে মস্তিষ্কের দু’দিকও সমান সচল থাকে। আগামী দিনে বাঁ হাতে স্পিন করার কথাও ভাবছি।’’ আগামী দিনের ক্রিকেটের কথা ভেবেই নিজের ভান্ডারে নতুন নতুন অস্ত্র যোগ করার কথা জানিয়েছেন ফিলিপস।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিশ্বকাপের দলেও রয়েছেন ফিলিপস। রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র এবং ইশ সোধি। রয়েছেন ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টিম সেইফার্টদের মতো পরিচিত মুখেরাও। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নিউ জ়িল্যান্ডের বিশ্বকাপের দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট (উইকেটরক্ষক) এবং ইশ সোধি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement