Pakistan vs New Zealand

নিউ জ়িল্যান্ডের ‘দ্বিতীয়’ দলের কাছেও হারছে বাবরের পাকিস্তান

নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশের অধিকাংশ ক্রিকেটার পাকিস্তান সফরে যাননি। তাঁরা আইপিএল খেলছেন। তবু ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কার্যত দ্বিতীয় দলের বিরুদ্ধে হারছে পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ১৬:২৮
Share:

বাবর আজ়ম। — ফাইল চিত্র।

আইপিএল খেলতে ব্যস্ত নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশের আট জন ক্রিকেটার। প্রায় দ্বিতীয় দল নিয়ে পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে গিয়েছেন মিচেল ব্রেসওয়েল। তবু ঘরের মাঠে আবার হেরে গেল বাবর আজ়মের পাকিস্তান।

Advertisement

দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক পদে বাবরকে ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতেও লাভের লাভ কিছু হচ্ছে না। নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে চার রানে হেরে গেল পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজ়ে এখন ১-২ ব্যবধানে পিছিয়ে বাবরেরা।

টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাট করতে পাঠান বাবর। নিউ জ়িল্যান্ড ৭ উইকেটে ১৭৮ রান তোলে। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৭৪ রানে। ওপেন করতে নেমে বাবর করেছেন ৫ রান। রান পাননি শাদাব খানও (৭)। লাহোরের ২২ গজে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন ফখর জামান (৪৫ বলে ৬১)। তিনি ছাড়া পাকিস্তানের কোনও ব্যাটারই তেমন রান করতে পারেননি। স্বভাবতই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানের ক্রিকেটে। সিরিজ়ের শেষ ম্যাচ ২৭ এপ্রিল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন