Blair Tickner Injury

দু’বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম দিনই চোট পেলেন বোলার, মাঠ ছাড়লেন স্ট্রেচারে, ভর্তি করানো হল হাসপাতালে

দু’বছর পর টেস্ট খেলতে নেমেছিলেন। প্রথম দিনই চোট পেয়ে নিউ জ়িল্যান্ডের চিন্তা বাড়িয়ে দিলেন ব্লেয়ার টিকনার। ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:১৪
Share:

স্ট্রেচারে মাঠ ছাড়ছেন টিকনার। ছবি: সমাজমাধ্যম।

দু’বছর পর টেস্ট খেলতে নেমেছিলেন। প্রথম দিনই চোট পেয়ে নিউ জ়িল্যান্ডের চিন্তা বাড়িয়ে দিলেন ব্লেয়ার টিকনার। ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। পরে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। টেস্টে আর খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয়।

Advertisement

বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে নিউ জ়িল্যান্ড। চোট পাওয়ার ঠিক আগেই কেরিয়ারের সেরা বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিংকে একার হাতে ধসিয়ে দেন টিকনার। কিন্তু একটি বাউন্ডারি আটকাতে গিয়ে চোট পান তিনি। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ে বাঁ কাঁধ চেপে ধরে কাতরাতে দেখা যায় তাঁকে।

নিউ জ়িল্যান্ডের চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে ছুটে যান। দু’দলের ক্রিকেটারেরাই চিন্তান্বিত মুখে অপেক্ষা করতে থাকেন। কিছু ক্ষণ পর উঠে বসেন টিকনার। তবে বোঝাই যাচ্ছিল তাঁর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মাঠ থেকে স্ট্রেচারে বার করা হয় তাঁকে। এর পর অ্যাম্বুল্যান্সে করে ওয়েলিংটনের হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

মাত্র ১৬ ওভারে ৩২ রান দিয়ে ক্যারিবিয়ানদের ৪টি উইকেট নিয়েছিলেন টিকনার। দু’বছর পর কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। তাঁর চোটে চিন্তা বাড়ল নিউ জ়িল্যান্ডের। চোটের জন্য এমনিতেই নেই ম্যাট হেনরি, উইল ও’রোর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ এবং কাইল জেমিসন। টিকনারের পাশাপাশি এ দিন অভিষেক হয় মিচেল রে-র।

ব্যক্তিগত জীবনেও অনেক ঝড় সামলাতে হয়েছে টিকনারকে। টেস্ট অভিষেকের আগের দিন ঘূর্ণিঝড়ে তাঁর পৈতৃক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ডার্বিশায়ারের হয়ে কাউন্টি খেলতে নামার ঠিক আগে জানতে পারেন, তাঁর স্ত্রী-র লিউকেমিয়া হয়েছে। ওয়েলিংটনে নামার আগে টিকনার বলেছিলেন, “দু’দিন যা কাটল সেটা বিশ্বাসই হচ্ছে না। চিমটি কাটলে বুঝতে পারব।”

প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ় ২০৫ রানে অলআউট হয়ে গিয়েছে। জবাবে নিউ জ়িল্যান্ড বিনা উইকেটে ২৪।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement