Royal Challengers Bengaluru

কোহলি-মন্ধানাদের আরসিবি-র হাতবদল, কেনার দৌড়ে তিন শিল্পপতি

ফোর্বস পত্রিকার তথ্য অনুযায়ী, ২০২২ সালে আরসিবির মূল্য ছিল প্রায় ৮,৩০০ কোটি টাকা। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় নিশ্চিত ভাবে আইপিএল ফ্যাঞ্চাইজ়িটির মূল্য বাড়বে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৩:৪৭
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং স্মৃতি মন্ধানা (ডান দিকে)। —ফাইল চিত্র।

সরকারি ভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রির প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মালিক সংস্থা ডিয়াজিও। মুম্বইয়ের শেয়ার বাজারে তা নথিভুক্তও করা হয়েছে। ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন ইংল্যান্ডের সংস্থা ডিয়াজিও কর্তৃপক্ষের আশা, আগামী ৩১ মার্চের মধ্যে নতুন মালিক পক্ষ চূড়ান্ত হয়ে যাবে।

Advertisement

আরসিবি কেনার দৌড়ে বেশ কয়েক জন শিল্পপতি রয়েছেন। বেঙ্গালুরুর বাসিন্দা ‘জ়িরোধা’র অন্যতম প্রতিষ্ঠাতা নিখিল কামাথ, মনিপাল গোষ্ঠীর চেয়ারম্যান রঞ্জন পাই, সেরাম ইন্সস্টিটিউটের চেয়ারম্যান আদার পুনাওয়ালার নাম শোনা যাচ্ছে। তবে এঁদের কারও পক্ষেই একা আরসিবি কেনা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। মনে করা হচ্ছে, কামাথ, পাই এবং পুনাওয়ালা একটি গোষ্ঠী তৈরি করতে পারেন আরসিবি কেনার জন্য। কারণ আরসিবির বিপুল বাজার মূল্য।

ফোর্বস পত্রিকার তথ্য অনুযায়ী, ২০২২ সালে আরসিবির মূল্য ছিল প্রায় ৮,৩০০ কোটি টাকা। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় নিশ্চিত ভাবে আইপিএল ফ্যাঞ্চাইজ়িটির মূল্য বাড়বে। বিশেষজ্ঞদের মতে কামাথ, পাই বা পুনাওয়ালা— কারও একার পক্ষে আরসিবির মালিকানা পাওয়া সম্ভব নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement