India vs Australia 2025

অবশেষে চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে সুযোগ পেলেন রিঙ্কু! পঞ্চম ম্যাচের দল জানিয়ে দিলেন অধিনায়ক সূর্য

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হল তিলক বর্মাকে। আগের ম্যাচের প্রথম একাদশে আর কোনও পরিবর্তন করা হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৩:২৯
Share:

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে একটি পরিবর্তন করল ভারত। বিশ্রাম দেওয়া হয়েছে তিলক বর্মাকে। সূর্যকুমার যাদবদের প্রথম একাদশে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিংহ। আগের ম্যাচের প্রথম একাদশে আর কোনও পরিবর্তন করা হয়নি।

Advertisement

টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম চারটি ম্যাচে রিঙ্কু সিংহকে প্রথম একাদশে রাখেননি গৌতম গম্ভীর, সূর্যকুমারেরা। ব্রিসবেনে সফরের শেষ ম্যাচে তাঁকে খেলানো হচ্ছে। তিলকের পরিবর্তে ফিনিশার হিসাবে রিঙ্কুকে ব্যবহার করা হতে পারে। মনে করা হয়েছিল, ভারতের সিরিজ় হারের সম্ভাবনা না থাকায় বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে। কারণ আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট। কিন্তু দেশের অন্যতম সেরা জোরে বোলারকে খেলাচ্ছেন গম্ভীরেরা। টি-টোয়েন্টি সিরিজ় জিততে মরিয়া ভারতীয় শিবির ঝুঁকি নিতে চায়নি। ফলে এই ম্যাচেও সাজঘরেই থাকতে হচ্ছে হর্ষিত রানাকে।

সিরিজ়ের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্য়াচে জয় পেয়েছিলেন মিচেল মার্শেরা। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। ব্রিসবেনে জিততে পারলে ৩-১ ব্যবধানে সিরিজ় জিতবেন সূর্যকুমারেরা। এই ম্যাচ ভারত হারলে ড্ক হবে সিরিজ়।

Advertisement

ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, শিবম দুবে, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement