উল্লাস: হ্যাটট্রিকের পরে নীতীশ। যদিও তা কাজে এল না। ছবি: এক্স।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে হ্যাটট্রিক নীতীশ কুমার রেড্ডির। তবুও মধ্যপ্রদেশের বিরুদ্ধে হারল তাঁর দল অন্ধ্রপ্রদেশ। প্রথমে ব্যাট করে ১১২ রানে অলআউট হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। জবাবে ৬ উইকেট হারিয়ে ১১৩ রানে পৌঁছে যায় মধ্যপ্রদেশ। কিন্তু নীতীশ কুমার রেড্ডি একাই চাপে ফেলে দিয়েছিলেন রজত পাটীদারদের।
১১৩ রান তাড়া করতে নেমে ১৪ রানে তিন উইকেট হারায় মধ্যপ্রদেশ। তিনটিই নেন নীতীশ। তৃতীয় ওভারের চতুর্থ বলে হর্ষ গাউলিকে বোল্ড করে দেন নীতীশ। পরের বলে রিকি ভুইয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হরপ্রীত সিংহ। হ্যাটট্রিক বলে ব্যাট করতে আসেন রজত পাটীদার। রজতকে অফস্টাম্পের বাইরেই বল করেন নীতীশ। তা স্কোয়ার কাট করতে যান রজত। বল ব্যাটে লেগে আছড়ে পড়ে স্টাম্পে। উৎসবে মেতে ওঠেন তরুণ অলরাউন্ডার। তবে ঋষভ চৌহান ও রাহুল বাথামের ৭৩ রানের জুটি জেতায় মধ্যপ্রদেশকে। আইপিএল নিলামের আগে ফের ব্যর্থ বেঙ্কটেশ আয়ার। এ দিন ওপেন করতে নেমে ১৮ বলে ২২ রান করেফিরে যান তিনি।
এ দিনের অন্য ম্যাচে সলিল অরোরার (৪৫ বলে অপরাজিত ১২৫) বিধ্বংসী ব্যাটিংয়ের পরেও পঞ্জাব ২৩৫-৬ তুলেও হারল ঝাড়খণ্ডের কাছে। কুমার কুশাগ্র (৪২ বলে অপরাজিত ৮৬), ঈশান কিষন (২৩ বলে ৪৭) ও পঙ্কজ কুমারের (১৮ বলে অপরাজিত ৩৯) ব্যাটিং জেতায় ঝাড়খণ্ডকে। অন্য দিকে, মহম্মদ সিরাজের দাপটে গত বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে বড় জয় পেল হায়দরাবাদ। সিরাজের (৩-১৭) সাহায্যে প্রথমে ব্যাট করতে নামা মুম্বইকে ১৩১ রানে আটকে দেয় হায়দরাবাদ। জবাবে ১১.৫ ওভারেই এক উইকেট হারিয়ে জয় তুলে নেন সিরাজরা।
হারল রাজস্থানও। গ্রুপ পর্বে সাতটির মধ্যে ছটি ম্যাচ জিতলেও এ দিন তারা ৭ উইকেটে হারে হরিয়ানার কাছে। অংশুল কম্বোজ (২-২৪) ও ইশান্ত ভরদ্বাজের (২-২৪) বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করে রাজস্থানের ইনিংস থেমে যায় ১৩২-৮ স্কোরে। রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হরিয়ানা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে