Chaos in Bangladesh Premier League

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাটকের পর নাটক! অনুশীলনে নেই পর্যাপ্ত বল, রেগেমেগে অটোয় চেপে মাঠ ছাড়লেন দুই কোচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে একের পর এক নাটক চলছে। এ বার নোয়াখালি এক্সপ্রেস দলের অনুশীলনের মাঝে প্রধান কোচ খালেদ মাহমুদ ও বোলিং কোচ তালহা জ়ুবেইর মাঠ ছাড়লেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৭
Share:

অটোয় চেপে মাঠ ছাড়ছেন নোয়াখালি এক্সপ্রেসের দুই কোচ। ছবি: এক্স।

শুক্রবার থেকে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তার আগে একের পর এক নাটক চলছে। প্রতিযোগিতা শুরুর আগে চট্টগ্রাম রয়্যালসের মালিক সরে গিয়েছেন। ফলে বাধ্য হয়ে দলের দায়িত্ব নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এ বার নোয়াখালি এক্সপ্রেস দলের অনুশীলনের মাঝে প্রধান কোচ খালেদ মাহমুদ ও বোলিং কোচ তালহা জ়ুবেইর মাঠ ছাড়লেন। অনুশীলনে পর্যাপ্ত বল না থাকায় রেগেমেগে অটোয় চেপে মাঠ ছাড়েন তাঁরা। পরে অবশ্য আবার অনুশীলনে যোগ দেন দু’জন।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নোয়াখালির অনুশীলন চলছিল। মাঠে ঢোকার কিছু ক্ষণ পরেই নোয়াখালির প্রধান কোচ মাহমুদ ও বোলিং কোচ তালহাকে মাঠ ছাড়তে দেখা যায়। ফোনে কারও সঙ্গে চিৎকার করে কথা বলছিলেন মাহমুদ।

মাঠ ছাড়ার আগে সাংবাদিকদের মাহমুদ বলেন, “আমি কোনও মতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাজ করব না। এই পরিস্থিতি আগে দেখিনি।” পাশে দাঁড়িয়ে থাকা তালহা বলেন, “আমি কাজ করতে চাই না। মাহমুদ ভাই কী করবেন জানি না, কিন্তু আমি আর থাকছি না।”

Advertisement

তার পরেই দেখা যায়, মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা একটি অটোতে চেপে বেরিয়ে যাচ্ছেন তাঁরা। কয়েক ঘণ্টা পর আবার অনুশীলনে ফিরে আসেন মাহমুদ ও তালহা। ফিরে এসে মাহমুদ বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছিলাম। দলের মালিকদের ধন্যবাদ। ওঁরা আমার পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা হয়েছে।” মাহমুদ আরও বলেন, “অনুশীলনে পর্যাপ্ত বল ছিল না। তাই রেগে গিয়েছিলাম। আমার ও রকম ব্যবহার করা উচিত হয়নি। সব কিছু মিটে গিয়েছে। এতে দলের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হল।”

এই প্রসঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান ইফতেখার রহমান জানিয়েছেন, নোয়াখালির কোচেরা অপেশাদারিত্ব দেখিয়েছেন। তিনি বলেন, “আমি শুনেছি ওদের বিমান এসে পৌঁছোয়নি। সেখানেই বল-সহ প্রয়োজনীয় সামগ্রী ছিল। ওরা আমাদের বলতে পারত। আমরাই ১০টা বল দিয়ে দিতাম। ওরা অপেশাদারের মতো ব্যবহার করল।” সব মিলিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে নাটক জমে উঠেছে সে দেশের ক্রিকেটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement