pakistan beats south africa

বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার দৌড় থামাল পাকিস্তান, টানা ১০ টেস্ট জেতার পর হারের মুখ দেখল প্রোটিয়ারা

টেস্ট ক্রিকেটে টানা ১০টি ম্যাচ জিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের সেই জয়ের দৌড় থেমে গেল লাহোরে। বুধবার প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়ে দিল পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৬:১৬
Share:

১০ উইকেট নেওয়ার বল হাতে নোমান আলি। ছবি: সমাজমাধ্যম।

টেস্ট ক্রিকেটে টানা ১০টি ম্যাচ জিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের সেই জয়ের দৌড় থেমে গেল লাহোরে। বুধবার প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। ম্যাচে ১০ উইকেট নিয়ে নায়ক স্পিনার নোমান আলি। চতুর্থ দিনে ১৮৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

Advertisement

দেশের মাটিতে শেষ পাঁচটি টেস্টে ৪৬টি উইকেট নিয়েছেন নোমান। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০টি এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৬টি উইকেট রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১১২ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৪ উইকেট নেন। শাহিন আফ্রিদিও ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন। ২৭৭-এর লক্ষ্যে পৌঁছনোর অনেক আগেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা।

বুধবার ৫১ রানে ২ উইকেট নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে লাহোরের পিচে স্পিনারদের বোলিং খেলতে শুরু থেকেই সমস্যা হচ্ছিল। চতুর্থ দিন সকালে তৃতীয় বলেই প্রথম ইনিংসের শতরানকারী টোনি ডি’জর্জিকে (১৬) ফেরান শাহিন। স্পিনের বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়ছিলেন ট্রিস্টান স্টাবস (২)। অবশেষে নোমানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে সলমন আঘার হাতে সহজ ক্যাচ দেন।

Advertisement

ডেওয়াল্ড ব্রেভিস এবং রায়ান রিকেলটন মিলে পঞ্চম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন। তবে দু’জনেই মধ্যাহ্নভোজের আগে ফিরে যান। সাদা বলের ক্রিকেটে আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত ব্রেভিস প্রথম বলেই এলবিডব্লিউ হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিলেন। এর পর নোমানকে একটি ছয় এবং দু’টি চার মেরে চাপে ফেলেন। অর্ধশতরান পূরণ করে নোমানকে চার মারেন। তাঁরই একটি বুদ্ধিদীপ্ত বলে বোল্ড হয়ে যান ব্রেভিস (৫৪)। কিছু ক্ষণ পরেই রিকেলটনকে তুলে নেন আর এক স্পিনার সাজিদ খান (৪৫)।

মধ্যাহ্নভোজের পর সেনুরান মুত্থুস্বামীকেও আউট করেন সাজিদ। দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডারকে একার হাতে শেষ করে দেন শাহিন। দ্বিতীয় টেস্ট শুরু সোমবার থেকে, রাওয়ালপিন্ডিতে। সেই টেস্টে ফেরার পর দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement