অনুশীলনে ভারতীয় ক্রিকেটারেরা। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ়ে হার এড়াতে ওভালে জিততেই হবে শুভমন গিলদের। এই পরিস্থিতিতে প্রস্তুতি এবং পরিকল্পনায় ফাঁক রাখতে চাইছে না ভারতীয় শিবির। সিরিজ়ের শেষ টেস্টের প্রথম একাদশ নিয়েও ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীরেরা। ভারতীয় শিবির সূত্রে খবর, ওভালে অভিষেক হতে পারে এক ক্রিকেটারের।
ব্যাটিং ভাল হলেও বোলিং নিয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ রয়েছেই। প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া যাচ্ছে না। প্রসিদ্ধ কৃষ্ণ, অংশুল কম্বোজ, শার্দূল ঠাকুরেরা প্রত্যাশা পূরণ করতে পারেননি বল হাতে। তাই অন্য একজনকে খেলানোর কথা ভাবছেন গম্ভীর। তিনি অর্শদীপ সিংহ। সব কিছু ঠিক থাকলে ম্যাঞ্চেস্টারেই অভিষেক হতে পারত বাঁহাতি জোরে বোলারের। তিনি অনুশীলনে হাতে চোট পাওয়ায় সম্ভব হয়নি। ওভালে তাঁকে খেলানোর কথা ভাবছে ভারতীয় শিবির। কারণ, অর্শদীপ বাঁহাতি হওয়ায় ভারতের বোলিং আক্রমণের বৈচিত্র্য বাড়বে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওভাল টেস্টে সম্ভবত খেলবেন না জসপ্রীত বুমরাহ। তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার। তিনি খেলতে না পারলে প্রথম একাদশে ফিরবেন আকাশদীপ। খেলবেন মহম্মদ সিরাজ। কম্বোজের জায়গায় অভিষেক হতে পারে অর্শদীপের। ভারতের ৩১৯ নম্বর ‘টেস্ট ক্যাপ’ তুলে দেওয়া হবে ২৬ বছরের বোলারের হাতে। অর্শদীপ টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি। দেশের হয়ে এক দিনের ম্যাচও খেলেছেন। এ বারের ইংল্যান্ড সফরেই প্রথম বার টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিনি। যদিও প্রথম চারটি টেস্টে তাঁর খেলা হয়নি। ২১টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৬টি উইকেট রয়েছে পঞ্জাবের পেসারের। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।
প্রথম একাদশে পরিবর্তন যা হওয়ার জোরে বোলিং বিভাগেই হওয়ার সম্ভাবনা বেশি। ঋষভ পন্থ ছাড়া ব্যাটিং অর্ডারের বদলের সম্ভাবনা নেই বললেই চলে। অলরাউন্ডার হিসাবে দলে থাকবেন রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল। উইকেটরক্ষক হিসাবে ধ্রুব জুরেলই সম্ভবত থাকবেন প্রথম একাদশে।