Harshit Rana

তিন ফরম্যাটেই অভিষেকে ৩ উইকেট! প্রথম ভারতীয় হিসাবে নজির কেকেআরের হর্ষিতের

এক দিনের ক্রিকেটে অভিষেকে নজর কাড়লেন হর্ষিত রানা। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে একটি নজির গড়েছেন কেকেআরের পেসার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭
Share:

উইকেট নিয়ে হুঙ্কার হর্ষিত রানার। বৃহস্পতিবার নাগপুরে। ছবি: পিটিআই।

চার মাসের মধ্যে ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই অভিষেক হয়েছে হর্ষিত রানার। আর তিনটি অভিষেকেই নজর কেড়েছেন তিনি। বৃহস্পতিবার নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে একটি নজির গড়েছেন কেকেআরের পেসার।

Advertisement

হর্ষিতই ভারতের প্রথম বোলার যিনি তিনটি ফরম্যাটেই অভিষেকে ৩টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্‌থে প্রথম টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে পুণেয় টি-টোয়েন্টি সিরিজ়ের চতুর্থ ম্যাচে শিবম দুবের কনকাশন পরিবর্ত হিসাবে নেমেছিলেন হর্ষিত। টি-টোয়েন্টি অভিষেকে ৩৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। এ বার নাগপুরে ৫৩ রান দিয়ে নিলেন ৩ উইকেট।

ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন বল হাতে পেয়েছিলেন হর্ষিত। প্রথম স্পেল খুব একটা ভাল হয়নি। প্রথম ওভারে দেন ১১ রান। দ্বিতীয় ওভার করেন মেডেন। তৃতীয় ওভারে এসে ২৬ রান দেন তিনি। ফলে তাঁকে বোলিং থেকে সরিয়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। তবে দ্বিতীয় স্পেলে এসে সব হিসাব বদলে দিলেন হর্ষিত। এক ওভারে ফেরালেন বেন ডাকেট ও হ্যারি ব্রুককে। পরের স্পেলে এসে আউট করলেন লিয়াম লিভিংস্টোনকে। তাঁর গতি ও বাউন্স সমস্যায় ফেলল ইংল্যান্ডকে। সাত ওভারে ৫৩ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি। রোহিত তাঁর ১০ ওভার পূর্ণ করালে উইকেটের সংখ্যা আরও বাড়তে পারত।

Advertisement

ইনিংসের মাঝে হর্ষিত জানিয়েছেন, এই দিনের জন্য অনেক পরিশ্রম করেছেন তিনি। এখন তার ফল পাচ্ছেন। তিনি বলেন, “আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তবে এই দিনটার জন্য অনেক পরিশ্রম করেছি। শুরুতে ঠিক জায়গায় বল ফেলতে পারছিলাম না। পরের স্পেলে সেটা ঠিক করি। উইকেট লক্ষ্য করে বল করতে শুরু করি।” এই পিচে পেসারদের বিরুদ্ধে শট খেলা সহজ নয় বলেই মনে করেন তিনি। হর্ষিত বলেন, “পিচে দু’রকম গতি রয়েছে। কিছু বল ব্যাটে খুব সহজে আসছে। আবার কিছু বল থেমে আসছে। তবে আমার মনে হয় এই রান তাড়া করার মতো ব্যাটার আমাদের রয়েছে।”

আইপিএলের গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কেড়েছিলেন হর্ষিত। দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল তাঁর। কেকেআরের গত বারের মেন্টর গৌতম গম্ভীর এখন ভারতীয় দলের প্রধান কোচ। হর্ষিত তাঁর পছন্দের বোলার। তাই তিনটি ফরম্যাটেই অভিষেক হল তাঁর। আর তিনটি অভিষেকেই নজর কাড়লেন হর্ষিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement