স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।
এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির দিন। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু প্রতিযোগিতা। সেখানে প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা কম। তিনি না খেললে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে দু’জনের নাম উঠে আসছে। স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড। তাঁদের মধ্যে অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি স্মিথের। তিনি জানিয়েছেন, অধিনায়কত্বের দায়িত্ব নিতে তিনি তৈরি। ভারতের অভিজ্ঞতা পাকিস্তানে কাজে লাগাতে চান স্মিথ।
আপাতত শ্রীলঙ্কায় রয়েছেন স্মিথ। সেখানে তাঁর নেতৃত্বেই টেস্ট সিরিজ় খেলছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ় শেষে সেখান থেকেই পাকিস্তানে চলে যাবে দল। স্মিথ জানিয়েছেন, অধিনায়কত্বের দায়িত্ব উপভোগ করছেন তিনি। স্মিথ বলেন, “আমি খুব বেশি ভাবিনি। আগে দেখি শেষ পর্যন্ত দল কী হয়। এখন আপাতত টেস্ট সিরিজ়ের দিকেই নজর দিচ্ছি। এর পরে এক দিনের ক্রিকেটের দিকে তাকাব। তবে আমি নেতৃত্ব দিতে তৈরি।”
উপমহাদেশে অধিনায়কত্ব করতে ভালবাসেন স্মিথ। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটার বলেন, “উপমহাদেশের পরিবেশ আমার ভাল লাগে। এখানে খেলা বুঝতে আমার সুবিধা হয়। এই পরিবেশে অধিনায়কত্ব করা অনেকটা দাবা খেলার মতো। সেই জন্যই আরও ভাল লাগে।”
গত বার অস্ট্রেলিয়া যখন ভারত সফরে এসেছিল তখন শেষ দু’টি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন স্মিথ। সেই দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া হারেনি। তৃতীয় টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্ট ড্র হয়েছিল। এ বার শ্রীলঙ্কার মাটিতেও স্মিথের নেতৃত্বে প্রথম টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের পরিবেশের সঙ্গে পাকিস্তানের পরিবেশের বিশেষ পার্থক্য নেই। পিচের চরিত্রও প্রায় এক। সেই কারণে ভারতের অভিজ্ঞতা পাকিস্তানে কাজে লাগাতে তৈরি স্মিথ।